kane williamson

T20 World Cup 2021: উইলিয়ামসন-রশিদ লড়াইয়ে চাপে থাকবেন কে, উত্তর দিলেন গাওস্কর

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আপাত নিরীহ এই ম্যাচের উপরেই দুলছে ভারতের বিশ্বকাপ-ভাগ্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ২০:২৬
উইলিয়ামসন না রশিদ, কে চাপে?

উইলিয়ামসন না রশিদ, কে চাপে? ফাইল ছবি

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আপাত নিরীহ এই ম্যাচের উপরেই দুলছে ভারতের বিশ্বকাপ-ভাগ্য। আফগানিস্তান জিতলে ভারতের আশা বেঁচে থাকবে। নিউজিল্যান্ড জিতলে শেষ ম্যাচে নামার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত।

সুনীল গাওস্কর মনে করছেন, রবিবার মাঠে নামার আগে দু’দলই চাপে থাকবে। কারণ দু’দলের থেকেই ভারতের রান রেট এখন বেশি। গাওস্কর বলেছেন, “দু’জনের উপরেই এখন চাপ থাকবে। ভারতের রান রেট ভাল না হলে হয়তো সেটা হত না। কিন্তু ভারত দুই দলকেই রান রেটে টপকে যাওয়ায় মাথায় চিন্তা নিয়ে ওরা খেলতে নামবে।”

Advertisement

স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতের দাপুটের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন গাওস্কর। বলেছেন, “মাথা ঘোরানো পারফরম্যান্স। প্রত্যেকে ভাল খেলেছে। বোলাররা দুর্দান্ত বোলিং করেছে এবং ব্যাটাররা পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে। কেউ বাজে শট খেলেনি। কেএল রাহুল এবং রোহিত শর্মা দু’জনেই ক্রিকেটীয় শট খেলেছে। ভারত জানত যে স্কটল্যান্ড ওদের ৮৬ রানে আউট করতে পারবে না। তাই ওদের ব্যাটাররা খোলা মনে ব্যাটিং করেছে।”

আরও পড়ুন
Advertisement