কীর্তি গড়লেন বুমরা ছবি রয়টার্স
স্কটল্যান্ড ম্যাচে নতুন কীর্তি গড়লেন যশপ্রীত বুমরার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন তিনি। টপকে গেলেন যুজবেন্দ্র চহালকে। এই মুহূর্তে ৫৩ ইনিংসে ৬৪টি উইকেট রয়েছেন বুমরার দখলে।
প্রতিযোগিতা শুরুর আগে থেকেই চহালকে তাড়া করছিলেন বুমরা। অবশেষে স্কটল্যান্ড ম্যাচে এসে তাঁকে টপকাতে সফল হলেন। ৪৯ ইনিংসে ৬৩টি উইকেট নিয়ে এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি চহালই ছিলেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী। তাঁকে এ বারের বিশ্বকাপে দলে নেওয়া হয়নি।
What a bowler 🙌
— ICC (@ICC) November 5, 2021
Jasprit Bumrah is now India's leading wicket-taker in Men's T20Is 👏#T20WorldCup | #INDvSCO pic.twitter.com/M2lZvJpWlO
তিন নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, যিনি ৪৮ ইনিংসে ৫৫টি উইকেট পেয়েছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধেও দু’টি উইকেট নেন তিনি। চতুর্থ স্থানে ভুবনেশ্বর কুমার। তিনি ৫২ ইনিংসে ৫০টি উইকেট পেয়েছেন। প্রথম পাঁচের শেষ বোলার রবীন্দ্র জাডেজা। তিনি ৫৩ ইনিংসে ৪৩টি উইকেট পেয়েছেন, যার শেষ তিনটি এসেছেন স্কটল্যান্ড ম্যাচেই।