T20 World Cup 2021

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ছাপিয়ে আলোচনার শীর্ষে, কী ভাবে হিসাব হয় নেট রান রেটের

নেট রানরেটে দক্ষিণ আফ্রিকা ছিটকে গিয়েছে। রবিবার নিউজিল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হারে, ভারতের গ্রুপেরও ফয়সালা হতে পারে নেট রানরেটে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১২:৫২
কোহলীদের ভাগ্য নির্ভর করতে পারে নেট রানরেটের উপর।

কোহলীদের ভাগ্য নির্ভর করতে পারে নেট রানরেটের উপর। —ফাইল চিত্র

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা তিনটি দলই পাঁচটি করে ম্যাচ খেলে চারটি জিতেছে, হেরেছে একটি করে ম্যাচ। নেট রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকা এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। রবিবার নিউজিল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, তাহলে ভারত এবং এই দুই দলের পয়েন্ট সমান হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে এই গ্রুপেরও ফয়সালা হবে নেট রান রেটে।

দেখে নেওয়া যাক কী ভাবে হিসাব হয় নেট রান রেট।

নেট রান রেটের হিসাব হয় সংশ্লিষ্ট দলের রান করা এবং রান দেওয়ার ভিত্তিতে। একটি দলের মোট রান সংখ্যাকে ভাগ করা হয় সেই দল কতগুলি ওভার খেলেছে, তা দিয়ে। একই রকম ভাবে সেই দলটি যত রান দিয়েছে, তাকে ভাগ করা হয় মোট যত ওভার বল করেছে, তা দিয়ে। এই দুটি সংখ্যার বিয়োগফল হল সংশ্লিষ্ট দলের নেট রান রেট।

Advertisement

এর মধ্যে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ।

এক, নেট রান রেটের সঙ্গে উইকেট নেওয়া বা উইকেট পড়ার কোনও সম্পর্ক নেই।

দুই, একটি দল যদি নির্দিষ্ট ওভারের মধ্যে অলআউট হয়ে যায়, তা হলে সেই ইনিংসের রান রেটের হিসাব হবে পুরো ২০ ওভারের ভিত্তিতে। ধরা যাক, একটি দল ১৬ ওভারে ১২০ রানে অলআউট হয়ে গেল। তখন নেট রানরেট ১২০÷১৬ = ৭.৫০ হবে না। নেট রানরেট হবে ১২০÷২০ = ৬.০০।

তিন, একটি ওভার যদি সম্পূর্ণ না হয়, তখন ভগ্নাংশের হিসাব হয় এই ভাবে-

১ বল হলে ০.১৭

২ বল হলে ০.৩৩

৩ বল হলে ০.৫০

৪ বল হলে ০.৬৭

৫ বল হলে ০.৮৩

অর্থাৎ একটি দল ১৬.৪ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুললে রান রেট হবে ১২০÷১৬.৬৭ = ৭.২০।

ভারতের নেট রানরেটের হিসাব

পক্ষে রান

বিপক্ষ পাকিস্তান ১৫১/৭ (২০ ওভার)

বিপক্ষ নিউজিল্যান্ড ১১০/৭ (২০ ওভার)

বিপক্ষ আফগানিস্তান ২১০/২ (২০ ওভার)

বিপক্ষ স্কটল্যান্ড ৮৯/২ (৬.৩ ওভার)

মোট রান ৫৬০। মোট ওভার ৬৬.৩। রান রেট ৫৬০÷৬৬.৫ = ৮.৪২১।

বিপক্ষে রান

বিপক্ষ পাকিস্তান ১৫২/০ (১৭.৫ ওভার)

বিপক্ষ নিউজিল্যান্ড ১১১/২ (১৪.৩ ওভার)

বিপক্ষ আফগানিস্তান ১৪৪/৭ (২০ ওভার)

বিপক্ষ স্কটল্যান্ড ৮৫/২ (১৭.৪ ওভার)

মোট রান ৪৯২। মোট ওভার ৭২.২ (স্কটল্যান্ডের ক্ষেত্রে পুরো ২০ ওভার ধরা হয়েছে)। রান রেট ৪৯২÷৭২.৩৩ = ৬.৮০২।

ভারতের নেট রানরেট ৮.৪২১ – ৬.৮০২ = +১.৬১৯

আরও পড়ুন
Advertisement