বিরাট কোহলী। ফাইল ছবি
রবিবার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে ভারতের। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হারার ফলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে বিরাট কোহলীদের। ভারতীয় দলের এমন পারফরম্যান্সে মোটেই খুশি নন প্রাক্তন ক্রিকেটাররা।
টুইটারে রসিক পোস্ট করার জন্য বিখ্যাত বীরেন্দ্র সহবাগ এবং ওয়াসিম জাফর দু’জনেই দু’টি ছবি পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সহবাগ রাহুল গাঁধীর একটি ছবি পোস্ট করেছেন যাতে লেখা, ‘খতম বাই বাই টাটা গুডবাই’। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়কেই এই চারটি শব্দে বুঝিয়েছেন তিনি। জাফর একটি সিনেমার দৃশ্য পোস্ট করেছেন, যেখানে সবার পিছনে থাকা নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে।
India’s campaign at the #ICCT20WorldCup pic.twitter.com/VhsdiQld8I
— Virender Sehwag (@virendersehwag) November 7, 2021
Next time with better planning!
— Irfan Pathan (@IrfanPathan) November 7, 2021
ইরফান পাঠানের সংক্ষিপ্ত টুইট, ‘পরের বার আরও ভাল পরিকল্পনা করে এসো’। হরভজন সিংহ লিখেছেন, ‘দারুণ খেলেছ নিউজিল্যান্ড। তোমরাই সেমিফাইনালে যাওয়ার যোগ্য। কী সুন্দর খেলল কেন উইলিয়ামসন। ওকে এবং গোটা নিউজিল্যান্ড দলকে দেখে দারুণ লাগছে। জানতাম যে ভারত সেমিফাইনালে যাবে না। তবে কোনও চিন্তা নেই। আরও শক্তিশালী হয়ে ফিরব’।
Well done @BLACKCAPS for getting into semis..you guys deserve it. How good is Kane Williamson wah.. love this man and his NZ team.. I know india isn’t going forward no worries we will get better and come back stronger @BCCI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2021
It's New Zealand then! Brilliant in the field & clinical in a modest chase, the Kiwis clinch the last semifinal berth of the World Cup. Afghanistan were outclassed in a must-win game for them too, and will reflect on what might have been #NZvsAFG #T20WorldCup
— VVS Laxman (@VVSLaxman281) November 7, 2021
ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘অসাধারণ ফিল্ডিং এবং বুদ্ধি দিয়ে রান তাড়া করে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল নিউজিল্যান্ড। মরণবাঁচন ম্যাচে লড়েও পারল না আফগানিস্তান’।