Bangladesh

T20 World Cup 2021: যোগ্যতা অর্জন আর নয়, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে চলেছে বাংলাদেশ

এ বারের মতো আর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৮:৩৯
বাংলাদেশ খেলবে পরের টি২০ বিশ্বকাপেও।

বাংলাদেশ খেলবে পরের টি২০ বিশ্বকাপেও। ছবি টুইটার

এ বারের মতো আর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। সঙ্গে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং স্কটল্যান্ড। এই চার দেশই এ বারের বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করে সুপার ১২-য় সুযোগ পেয়েছে।

অস্ট্রেলিয়ায় পরের বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি হবে ১৬ দলের। সেখানে ১২টি দল সরাসরি সুযোগ পেতে চলেছে। তার মধ্যে ক্রমতালিকা অনুযায়ী যোগ্যতা অর্জন করে ফেলেছে প্রথম ৮টি দল, যার মধ্যে রয়েছে ভারতও। রয়েছে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং স্কটল্যান্ডও। এ ছাড়াও বাকি চারটি দলকে যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলতে হবে।

Advertisement

আইসিসি-র প্রতিযোগিতা বিভাগের প্রধান ক্রিস টেটলি বলেছেন, “যোগ্যতা অর্জন পর্বে আমরা উত্তেজক ক্রিকেট ম্যাচ দেখেছি। নামিবিয়া এবং স্কটল্যান্ড ক্রিকেটে নতুন রূপকথার জন্ম দিয়েছে। ক্রিকেটকে বিশ্বব্যপী জনপ্রিয় করে তুলতে ওদের ভূমিকা অনস্বীকার্য।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement