BGT 2024-25

মিডল অর্ডারে মোট ৯ রান! রোহিতকে আবার ওপেন করার পরামর্শ গাওস্কর, শাস্ত্রীর

অ্যাডিলেডে নিজের ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে নেমে গিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু তার পরেও রান পাননি তিনি। ফলে রোহিতকে আবার ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছেন সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
cricket

রোহিত শর্মাকে (মাঝে) নিজের পুরনো জায়গায় ফেরার পরামর্শ দিয়েছেন সুনীল গাওস্কর (বাঁ দিকে) ও রবি শাস্ত্রী। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দীর্ঘ দিন ব্যাটে রান নেই রোহিত শর্মার। দেশের মাটিতে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ব্যর্থ হয়েছেন। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলেননি তিনি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারে নীচে নেমেছেন। লোকেশ রাহুল ওপেনিংয়ে রান পাওয়ায় দিন-রাতের টেস্টে নিজের জায়গা ছেড়েছেন ভারত অধিনায়ক। কিন্তু মিডল অর্ডারেও রান পাননি রোহিত। দুই ইনিংস মিলিয়ে করেছেন মোট ৯ রান। এই পরিস্থিতিতে রোহিতকে আবার ওপেন করতে নামার পরামর্শ দিয়েছেন সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রী।

Advertisement

গত বছর থেকে নিজের খেলার ধরন বদলেছেন রোহিত। এখন অনেক বেশি আক্রমণাত্মক খেলেন তিনি। তার জন্য আউট হয়ে গেলেও খেলার ধরন বদলান না। কিন্তু অ্যাডিলেডে রোহিতের সেই মানসিকতা দেখা যায়নি। দেখে মনে হচ্ছিল, কিছুটা ভয়ে ভয়ে খেলছেন তিনি। গাওস্কর, শাস্ত্রীদের মতে, রোহিতের উচিত নিজের পুরনো খেলার ধরনে ফিরে যাওয়া। অস্ট্রেলিয়ার উইকেটে গতি ও বাউন্স থাকে। নতুন বলে শট খেলতে রোহিতের সুবিধা হতে পারে। শাস্ত্রী বলেন, “রোহিতের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, একটু ভয়ে ভয়ে ব্যাট করছে। আমি চাই ও আগ্রাসী ক্রিকেট খেলুক। সেটা তখনই সম্ভব যখন রোহিত ওপেন করবে। আমি চাই, ব্রিসবেনে ও ওপেন করুক।”

রান না করতে পারায় চাপে রয়েছেন রোহিত। তার প্রভাব তাঁর অধিনায়কত্বেও পড়ছে বলে মনে করেন শাস্ত্রী। তাঁর মতে, রোহিতকে আরও বেশি খেলার মধ্যে থাকতে হবে। সেটা অ্যাডিলেডে দেখা যায়নি। শাস্ত্রী বলেন, “রোহিতকে অ্যাডিলেডে দেখে বোঝা গিয়েছে ও চাপে রয়েছে। সাধারণত, ও যেমন নেতৃত্ব দেয় তেমনটা দিতে পারেনি। ওকে আরও বেশি খেলার মধ্যে ঢুকতে হবে।”

পার্‌থে ওপেন করতে নেমে দুই ইনিংসে ২৬ ও ৭৭ রান করেছিলেন রাহুল। কিন্তু অ্যাডিলেডে রান পাননি তিনি। সেই কারণেই রোহিতের তাঁর পুরনো জায়গায় ফিরে যাওয়া উচিত বলে মত গাওস্করের। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “রোহিতের উচিত ওর নিজের জায়গায় ফিরে যাওয়া। আমাদের খেয়াল রাখতে হবে কেন রাহুল ওপেন করেছিল। কারণ, পার্‌থে রোহিত ছিল না। ওখানে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০০ রানের জুটি গড়ায় অ্যাডিলেডেও রাহুল ওপেন করেছিল। কিন্তু এ বার ও রান পায়নি। তাই আমার মনে হয় পরের টেস্টে রোহিতের ওপেন করা উচিত। রাহুল মিডল অর্ডারে ফিরে যাক। যদি শুরুতে রোহিত দ্রুত কিছু রান পেয়ে যায় তা হলে বড় রান করার ক্ষমতা ওর আছে। তার জন্য ওকে নতুন বল খেলতে হবে।”

১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত। গত সফরে এই ব্রিসবেনেই শেষ টেস্ট জিতে সিরিজ় জিতেছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারত এখন তিন নম্বরে। ফাইনালে উঠতে হলে এই সিরিজ় রোহিতদের জিততেই হবে। তার জন্য ব্রিসবেনে জয়ে ফিরতে হবে ভারতকে। এখন দেখার, পরের টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে বদল হয় কি না।

Advertisement
আরও পড়ুন