নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ ভারতের। কিন্তু কেন এ ভাবে পর পর দু’ম্যাচে হারতে হল কোহলীদের? হারের ময়নাতদন্ত করতে নেমে ভারতের ব্যাটিং অর্ডারকে দায়ী করলেন দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর ও মদন লাল। ব্যাটিং অর্ডারে রোহিত ও কোহলীর পরে নামা ভুল হয়েছে বলেই মনে করছেন তাঁরা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে গাওস্কর বলেন, ‘‘আমি জানি না ব্যর্থতার ভয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। রোহিতের মতো বড় ব্যাটারকে তিনে পাঠানো হল। কোহলী নিজে চারে নামল। ঈশান কিশনের মতো এক জন তরুণকে ওপেন করার দায়িত্ব দেওয়া হল, যা কাজে এল না।’’
এই সিদ্ধান্তের ফলে রোহিতের নিজের ক্ষমতার উপর অবিশ্বাস তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করছেন গাওস্কর । তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল ট্রেন্ট বোল্টের বাঁ-হাতি বোলিংয়ের সামনে তোমার উপর ভরসা রাখতে পারছি না। এরকম করলে সেই ক্রিকেটারেরও মনে হতে পারে সত্যি হয়তো তার সেই ক্ষমতা নেই। যদি ঈশান ৭০ রান করে দিত তা হলে সবাই সেই সিদ্ধান্তের প্রশংসা করত। কিন্তু তা না হওয়ায় সমালোচনা তো হবেই।’’
গাওস্করের সুরেই কথা বলেছেন মদনলাল। তিনি বলেন, ‘‘দু’টি ম্যাচেই ভারত যে ভাবে হারল, তা খুব অবাক করেছে। ব্যাটারদের এত অস্থির এর আগে মনে হয়নি। দু’টি ম্যাচেই ভারতকে হেলায় হারিয়েছে প্রতিপক্ষ। ছোট ফরম্যাটে শুরু থেকেই চাপ দিতে হয়। নইলে ম্যাচের রাশ হাত থেকে বেরিয়ে যায়।’’
ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সমালোচনা করলেও সেই সিদ্ধান্ত কোহলীর একার সিদ্ধান্ত নাও হতে পারে বলে মনে করছেন মদন। তিনি বলেন, ‘‘দলে মহেন্দ্র সিংহ ধোনি, রবি শাস্ত্রী রয়েছে। যারাই এই সিদ্ধান্ত নিয়েছে ভুল করেছে। রোহিত এত বছর ধরে ওপেন করছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে ওর উপরেই ভরসা রাখা উচিত ছিল।’’