টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে এটিই ভারতের সবথেকে কম রানের ইনিংস।
নিউজিল্যান্ডের কাছে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেট লজ্জার হার হয়েছে ভারতের। এই হার কতটা লজ্জার, তার জন্য একটি পরিসংখ্যান যথেষ্ট।
রবিবার প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান তোলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে এটিই ভারতের সবথেকে কম রানের ইনিংস। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবথেকে কম রানের ইনিংস ছিল ২০১৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে ১৩০ রান।
সাত বছর আগে ফাইনালে ভারতকে এ বারের মতোই টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়। বাংলাদেশের ঢাকায় সেই ম্যাচে ভারত ২০ ওভারে মাত্র ১২টি বাউন্ডারি মারতে পারে। রোহিত শর্মা ৩টি চার মারেন। বিরাট কোহলী ৫টি চার, ৪টি ছয় মারেন। তিনি এবং রোহিত ছাড়া সেই ম্যাচে কারও স্ট্রাইক রেট ১০০-র উপরে পৌঁছয়নি।
রবিবারের ম্যাচে ভারত ১০টি বাউন্ডারি মারতে পারে। এর মধ্যে ৮টি চার, ২টি ছয়।