Aiden Markram

India Vs South Africa: কোভিড-মুক্ত হননি! পন্থদের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকেই গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। এখনও সুস্থ হতে পারেননি তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৪:০৩
ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে করোনা আক্রান্ত হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে করোনা আক্রান্ত হন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। ফলে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। এখনও কোভিড-মুক্ত হতে পারেননি মার্করাম। তাই ঋষভ পন্থদের বিরুদ্ধে বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পরে সাত দিন নিভৃতবাসে ছিলেন মার্করাম। বাকি দুই ম্যাচের আগে অনুশীলনে যোগ দিতে পারবেন না তিনি। তাই ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না মার্করাম।’

Advertisement

সিরিজের মাঝপথেই দক্ষিণ আফ্রিকা ফিরে যাচ্ছেন মার্করাম। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ মার্করাম। তাই তাঁর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে।’

দ্বিতীয় টি২০ ম্যাচের আগে কব্জিতে চোট পান দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডিকক। ফলে পরের দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। চতুর্থ ম্যাচে তিনি ফিরতে পারবেন কি না, সে দিকে নজর রাখছেন দলের চিকিৎসকরা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘কব্জির চোট এখন অনেকটাই ভাল ডিককের। চিকিৎসকরা নজর রাখছেন। চতুর্থ ম্যাচের আগে ডিকককে পাওয়া যাবে কি না, সেটা চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন