WPL Mini Auction 2025

মহিলাদের আইপিএলের মিনি নিলামে সবচেয়ে দামী সিমরন, নজর কাড়লেন কোন ক্রিকেটারেরা?

রবিবার বেঙ্গালুরুতে ছিলেন মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ছোট নিলাম। সেখানে নজর কাড়লেন মুম্বইয়ের ক্রিকেটার সিমরন শেখ। ১.৯ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে গুজরাত জায়ান্টস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:২২
cricket

সিমরন শেখকে কিনল গুজরাত। — ফাইল চিত্র।

রবিবার বেঙ্গালুরুতে ছিলেন মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ছোট নিলাম। সেখানে নজর কাড়লেন মুম্বইয়ের ক্রিকেটার সিমরন শেখ। ১.৯ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে গুজরাত জায়ান্টস। তবে ভারতের হয়ে খেলা স্নেহ রানা অবিক্রিত থেকে গিয়েছেন।

Advertisement

পাঁচটি দল নিলামে নেমেছিল ১৯টি জায়গা পূরণ করার জন্য। নিলামের টেবিলে উঠেছিলেন ১২০ জন ক্রিকেটার। গত দু’বার ডব্লিউপিএলে সবার নীচে শেষ করেছিল গুজরাত জায়ান্টস। ভাগ্য ফেরাতে তারাই মিনি নিলামে চমক দেখিয়েছে। সবচেয়ে দামী দুই ক্রিকেটারকেই কিনেছে তারা। সিমরনকে ছাড়াও ১.৬০ কোটি টাকা দিয়ে কিনেছে ওয়েস্ট ইন্ডিজ়ের দিয়ান্দ্রা ডটিনকে।

সিমরনকে নিয়ে দিল্লি এবং গুজরাতের লড়াই হলেও শেষ হাসি গুজরাতের। ২২ বছরের সিমরন ২০২৩-এর ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্সের হয়ে ১১টি ম্যাচে ১৭৬ রান করেছিলেন। ডটিন এখন ভারতেই রয়েছেন সাদা বলের সিরিজ় খেলতে। তিনি ওয়েস্ট ইন্ডিজ়‌ের হয়ে ১৩২টি টি-টোয়েন্টি খেলেছেন।

২০২৩ সালের ডব্লিউপিএলে ডটিনকে ৬০ লাখ টাকায় কিনেছিল গুজরাত। কিন্তু চিকিৎসার শংসাপত্র জোগাড় করতে না পারায় তাঁকে প্রতিযোগিতায় খেলানো যায়নি বলে দাবি করা হয়েছিল। সেই দাবি উড়িয়েছিলেন ডটিন নিজেই। এখন অবশ্য বিতর্ক সরিয়ে পুরনো দলে বেশি দামে ফিরলেন তিনি।

তামিলনাড়ুর জি কমলিনীকে ১.৬০ কোটি টাকায় কিনেছে মুম্বই। এ ছাড়াও তারা নাদিন ভ্যান ক্লার্ক, অক্ষিতা মাহেশ্বরী এবং সংস্কৃতি গুপ্তকে কিনেছে। গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু প্রেমা রাওয়াতকে কিনেছে ১.২০ কোটি টাকায়। এ ছাড়াও রাঘবী বিস্ত, জোশিতা জেভি এবং জাগ্রবী পাওয়ারকে কিনেছে।

উত্তরাখন্ডের নন্দিনী কাশ্যপকে কিনেছে দিল্লি। এ ছাড়াও তারা কিনেছে সারা ব্রাইস, নিকি প্রসাদ এবং এন চরণিকে। সিমরন এবং ডটিন ছাড়াও গুজরাত কিনেছে ড্যানিয়েলে গিবসন এবং প্রকাশিকা নায়েককে। ইউপি কিনেছে আলানা কিং, আরুষি গোয়েল এবং ক্রান্তি গৌড়কে।

Advertisement
আরও পড়ুন