India vs England

১১ মাস পরে শতরান করেও রাগ কমছে না শুভমনের, হোটেলে যেতে ভয় পাচ্ছেন ভারতীয় ওপেনার

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন শুভমন গিল। তার পরেও রাগ কমছে না ভারতীয় ব্যাটারের। আবার হোটেলে ফিরতে ভয়ও পাচ্ছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

১১ মাস পরে শতরান করেছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরানে ভর করেই ইংল্যান্ডকে বড় রানের লক্ষ্য দিয়েছে ভারত। কিন্তু শতরানের পরেও রাগ কমছে না শুভমনের। আবার দিনের খেলা শেষে হোটেলে ফিরতে ভয়ও পাচ্ছেন তিনি। কেন?

Advertisement

শুভমনের রাগ কমছে না তাঁর আউট হওয়ার সময় ও ধরনের জন্য। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘‘তখন চা বিরতি হতে ৬-৭ ওভার বাকি ছিল। ওই সময় আউট হওয়া উচিত হয়নি। বাজে শট খেলে আউট হয়েছি। সেই সময় ব্যাট করতে কোনও সমস্যা হচ্ছিল না। চা বিরতি পর্যন্ত টিকে থাকলে আরও রান করতে পারতাম।’’

শুভমনের খেলা দেখতে মাঠে এসেছিলেন তাঁর বাবা। ছেলে আউট হতেই নিজের আসন থেকে উঠে যান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, শুভমনের আউট হওয়ার ধরনে খুশি হননি তিনি। বাবাকে ভয় পাচ্ছেন শুভমন। তিনি বলেন, ‘‘জানি না, বাবা কী ভাবে বিষয়টা নিয়েছে। হোটেলে ফিরলে বুঝতে পারব। কিন্তু এখন হোটেলে ফিরতেই ভয় লাগছে।’’

এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ হবে না জেনেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে রাজি নন শুভমন। তবে নিজেদেরই এগিয়ে রেখেছেন তিনি। ভারতীয় ওপেনার বলেন, ‘‘কোনও বল বসছে। কোনও বল ঘুরছে। তবে ক্রিজ়ে পড়ে থাকলে রান করা সহজ। আমরা ৭০-৩০ এগিয়ে। সোমবার সকালের সেশন খুব গুরুত্বপূর্ণ। সেই সময় আবহাওয়া বোলিংয়ের উপযুক্ত। শুরুতেই উইকেট তুলতে হবে আমাদের।’’

Advertisement
আরও পড়ুন