Shane Warne

Shane Warne: ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিট লড়াই, সিপিআর করেও বাঁচাতে পারেননি বন্ধুরা

ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, তাঁরা তাইল্যান্ডে ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি দল সেখানে যাবে। ওয়ার্নের দেহ অস্ট্রেলিয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তার পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ওয়ার্নের। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ১৩:৫৯
কেমন ছিল ওয়ার্নের শেষ মুহূর্ত

কেমন ছিল ওয়ার্নের শেষ মুহূর্ত ফাইল চিত্র

তিন বন্ধুর সঙ্গে তাইল্যান্ডের বিলাসবহুল বাড়িতে ছিলেন শেন ওয়ার্ন। সেখানেই শনিবার আচমকা মৃত্যু হয় তাঁর। ওয়ার্নকে অচৈতন্য অবস্থায় দেখে প্রায় ২০ মিনিট তাঁকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর বন্ধুরা। সিপিআর দেন। কিন্তু তার পরেও প্রাণে বাঁচানো যায়নি প্রাক্তন ক্রিকেটারকে।

তাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, শনিবার এক বন্ধু রাত্রে খাওয়ার জন্য ওয়ার্নকে ডাকতে যান। তখন দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডাকেন তিনি। সবাই মিলে সিপিআর দেন। প্রায় ২০ মিনিট ধরে চেষ্টা করার পরেও সাড়া না পেয়ে অ্যাম্বুল্যান্সে খবর দেন তাঁরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে প্রথমে এমারজেন্সি ইউনিটের কয়েক জন কর্মী সেখানে আসেন। তাঁরা আরও ১০ থেকে ২০ মিনিট চেষ্টা করেন ওয়ার্নকে বাঁচানোর। তার পরে অ্যাম্বুল্যান্সে করে তাইল্যান্ডের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়ার্নকে। সেখানেও সিপিআর দেওয়া হয়। তার পরেই চিকিৎসকরা ওয়ার্নকে মৃত বলে ঘোষণা করেন।

ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, তাঁরা তাইল্যান্ডে ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি দল সেখানে যাবে। ওয়ার্নের দেহ অস্ট্রেলিয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তার পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ওয়ার্নের।

আরও পড়ুন
Advertisement