ICC ODI World Cup 2023

বিশ্বকাপে মঙ্গলবার সামনে দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক শাকিবকে কি পাবে বাংলাদেশ?

বিশ্বকাপে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে প্রথম একাদশে প্রত্যাবর্তন কি হবে শাকিব আল হাসানের? কী বলছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ২১:১৫
cricket

শাকিব আল হাসান। ছবি: পিটিআই।

বিশ্বকাপে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে প্রথম একাদশে প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত হয়ে গেল শাকিব আল হাসানের। বাংলাদেশের অধিনায়ক সোমবার নিজেই জানিয়ে দিলেন, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে তিনি তৈরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ডও ভাল।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পেশিতে চোট পেয়েছিলেন শাকিব। চেষ্টা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ফেরা প্রায় নিশ্চিত। এ দিন শাকিব বলেছেন, “রবিবার অনুশীলনের সময় খারাপ কিছু দেখিনি। সোমবার অনুশীলনের পর দেখব আমি পুরোপুরি ফিট কি না। ফিটনেস পরীক্ষাটা গুরুত্বপূর্ণ। যে হেতু রবিবার ব্যাটিংয়ের সময় কোনও সমস্যা হয়নি, তাই আজও কোনও সমস্যা হবে বলে মনে হয় না। এখনও পর্যন্ত সে ভাবে দৌড়োদৌড়ি করিনি। তাই সমস্যা হওয়ার কথা নয়।”

বিশ্বকাপের ম্যাচ খেলতে না পেরে আক্ষেপ রয়েছে শাকিবের। বলেছেন, “প্রথম বার বিশ্বকাপের কোনও ম্যাচে খেলতে পারলাম না। সত্যি বলতেই একটু অস্বস্তি ছিল। ভাল জায়গায় ছিলাম না। যদি একটা ম্যাচ খেলতে গিয়ে বাকি প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতাম তা হলে আরও খারাপ হত। তার থেকে একটা-দুটো ম্যাচে না খেলা ভাল। তাসকিন চোট পেয়েছে। ওর ক্ষেত্রেও একই কথা বলব।”

বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ চার ম্যাচে তিনটিতে জিতেছে। সেটা থেকেই অনুপ্রেরণা নিতে চান শাকিব। বলেছেন, “একটা ম্যাচ ধরে এগোতে চাই। একটা জেতা-হারায় কিছু এসে যায় না। আমরা দেখেছি ভাল খেলা দক্ষিণ আফ্রিকাও নেদারল্যান্ডসের কাছে হেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও ওরা ভাল খেলেছে। ওগুলোই আমাদের অনুপ্রেরণা।”

আরও পড়ুন
Advertisement