Bangladesh vs Zimbabwe

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাংলাদেশকে জেতালেন শাকিব, আইপিএলের ফর্মে মুস্তাফিজুরও

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও জ়িম্বাবোয়েকে হারাল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পরও জয় এনে দিলেন তিন অভিজ্ঞ বোলার। শাকিব, মুস্তাফিজ়ুরদের দাপটে সহজ লক্ষ্য পেয়েও ব্যর্থ জ়িম্বাবোয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৬:০৭
Picture of Mustafizur Rahman and Shakib Al Hasan

(বাঁদিকে) মুস্তাফিজ়ুর রহমান এবং শাকিব আল হাসান। ছবি: এএফপি।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বাংলাদেশকে জেতালেন শাকিব আল হাসান। দেশে ফিরে আইপিএলের ফর্ম ধরে রেখেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানও। দুই অভিজ্ঞ ক্রিকেটারের দাপটে জ়িম্বাবোয়েকে চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ়ে ৫ রানে হারালেন নাজমুল হোসেন শান্তরা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯.৫ ওভারে করে ১৪৩ রান। জবাবে ১৯.৪ ওভারে ১৩৮ রানে শেষ হয় জ়িম্বাবোয়ের ইনিংস।

Advertisement

হাড্ডাহাড্ডি ম্যাচে বল হাতে সাফল্য পেলেন শাকিব। ৩.৪ ওভার বল করে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন শাকিব। জ়িম্বাবোয়ের প্রথম চার ব্যাটারের তিন জনকেই আউট করেন তিনি। দুই ওপেনার ব্রায়ান বেনেট (শূন্য) এবং তাদিওয়ানাসি মারুমানিকে (১৪) আউট করেন শাকিব। চার নম্বরে ব্যাট করতে নামা জোনাথম ক্যাম্পবেলও (৩১) তাঁর শিকার। শেষ দিকে আউট করেন ব্লেসিং মুজ়ারাবানিকে (৮)। ভাল বল করলেন মুস্তাফিজুরও। বাঁ হাতি জোরে বোলার ১৯ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। জ়িম্বাবোয়ের মিডল অর্ডারে ধস নামান তিনি। বল হাতে নজর কেড়েছেন তাসকিন আহমেদও। ২০ রানে ২ উইকেট তাঁর। জ়িম্বাবোয়ের পক্ষে সর্বোচ্চ রান করেন জোনাথনই। বাংলাদেশের বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় সহজ লক্ষ্যে পৌঁছতে পারেনি সফরকারীরা।

প্রথমে বাংলাদেশের হয়ে ভাল ব্যাট করেন দুই ওপেনার তানজ়িদ হাসান এবং সৌম্য সরকার। তানজ়িদ করেন ৩৭ বরে ৫২ রান। ৭টি চার এবং ১টি ছয় মারেন তিনি। সৌম্যর ব্যাট থেকে এসেছে ৩৪ রানে ৪১ রানের ইনিংস। ৩টি চার এবং ২টি ছক্কা মেরেছেন তিনি। তিন নম্বরে নামা তৌহিদ হৃদয় করেছেন ১২। এ ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। শাকিব ৩ বল খেলে করেছেন ১ রান। জ়িম্বাবোয়ের লুক জঙ্গি ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। ২০ রানে ২ উইকেট ব্রায়ানের। ২৭ রানে ২ উইকেট রিচার্ড নারাভার।

আরও পড়ুন
Advertisement