Senior Women's T20 Challenger Trophy 2024

মেয়েদের সিনিয়র টি২০ চ্যালেঞ্জারে বাংলার সাত ক্রিকেটার, সুযোগ পেলেন কারা?

সদ্য মেয়েদের টি২০ ট্রফির ফাইনাল খেলেছে বাংলা। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে হেরে যায় দল। এ বার বাংলার সাত জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন চ্যালেঞ্জার ট্রফিতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:০৬
Titas Sadhu

তিতাস সাধু। —ফাইল চিত্র।

মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে পাঁচটি দল খেলবে। টিম এ, বি, সি, ডি এবং ই নাম দলগুলির। চারটি দলে বাংলার সাত জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

Advertisement

সদ্য মেয়েদের টি২০ ট্রফির ফাইনাল খেলেছে বাংলা। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে হেরে যায় দল। এ বার বাংলার সাত জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন চ্যালেঞ্জার ট্রফিতে। সেখানে টিম এ দলে সুযোগ পেয়েছেন রিচা ঘোষ, মিতা পাল এবং সাইকা ইশাক। টিম বি-র হয়ে খেলবেন তনুশ্রী সরকার। টিম সি-র হয়ে খেলবেন প্রিয়াঙ্কা বালা এবং তিতাস সাধু। টিম ডি-র হয়ে খেলবেন ধারা গুজ্জার।

মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি শুরু হবে রবিবার থেকে। রাঁচীতে হবে এই প্রতিযোগিতা। প্রথম দিন টিম এ খেলবে টিম বি-র বিরুদ্ধে। সেই ম্যাচ শুরু হবে সকাল ১১টা থেকে। দ্বিতীয় ম্যাচও সেই দিনই। টিম সি এবং টিম ডি একই মাঠে খেলবে বিকেল ৪.৩০ থেকে। মঙ্গলবার প্রথম ম্যাচে মুখোমুখি টিম বি এবং টিম সি। বিকেলে খেলবে টিম ই এবং টিম এ। সব ম্যাচই রাঁচীতে। রবি এবং মঙ্গলবারের পর ২১, ২৩ এবং ২৫ নভেম্বর হবে লিগের বাকি ম্যাচগুলি। ফাইনাল ২৭ নভেম্বর। লিগের প্রথম দুই দল ফাইনালে খেলবে একে অপরের বিরুদ্ধে।

আরও পড়ুন
Advertisement