রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র
আইপিএলের নিলাম টেবিলে রেকর্ড করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিযোগিতার ইতিহাসে সব থেকে বেশি ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে তারা। নিলামের আগে শ্রেয়স আয়ার, রিঙ্কু সিংহদের মতো ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর। তাঁরা কে, কত টাকা পান?
২০২৪ সালে কেকেআর ক্রিকেটারদের বেতন তালিকা—
২০২২ সালে আইপিএলের আগে মেগা নিলাম হয়েছিল। সে বারের নিলামের আগে প্রতিটি দলকে জানানো হয়েছিল যে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন তাঁরা। তার জন্য ৪২ কোটি টাকা খরচ করতে হবে। সেই মতো রাসেল, বরুণ, বেঙ্কটেশ ও নারাইনকে কেকেআর ধরে রাখে। রাসেলকে ১৬ কোটি, বরুণকে ১২ কোটি, বেঙ্কটেশকে ৮ কোটি ও নারাইনকে ৬ কোটি টাকা দিয়েছিল তারা।
সে বারের নিলামে শ্রেয়সকে ১২ কোটি ২৫ লক্ষ ও নীতীশকে ৮ কোটি টাকায় কিনেছিল নাইটরা। রিঙ্কুকে ছেড়ে দেওয়ার পরে আবার ৫৫ লক্ষ টাকায় তাঁকে পেয়েছিল কেকেআর। ২০২৩ সালের নিলামে জেসনকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় নিয়েছিল কেকেআর।