Sachin Tendulkar

Sachin Tendulkar: সচিনের ছবি বিকৃত করে ক্যাসিনোর বিজ্ঞাপন গোয়ায়, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

টুইট করে সচিন লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার ছবি বিকৃত করে বিভিন্ন নেটমাধ্যমে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হচ্ছে। আমি কোনও দিন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জুয়া, তামাকজাত দ্রব্য বা মদের প্রচার করিনি। তাই যখন আমার ছবি ব্যবহার করে এই ধরনের কাজ করা হয় তখন খুব খারাপ লাগে।’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩০
অভিযোগ ক্যাসিনোর বিরুদ্ধে

অভিযোগ ক্যাসিনোর বিরুদ্ধে ফাইল চিত্র।

সচিন তেন্ডুলকরের ছবি বিকৃত করে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করার অভিযোগ উঠেছে গোয়ার এক ক্যাসিনোর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পরে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন সচিন। কেউ যাতে এ ভাবে প্রতারিত না হন তার জন্য নেটমাধ্যমে বার্তাও দিয়েছেন তিনি।

টুইট করে সচিন লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার ছবি বিকৃত করে বিভিন্ন নেটমাধ্যমে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হচ্ছে। আমি কোনও দিন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জুয়া, তামাকজাত দ্রব্য বা মদের প্রচার করিনি। তাই যখন আমার ছবি ব্যবহার করে এই ধরনের কাজ করা হয় তখন খুব খারাপ লাগে।’

Advertisement

সংশ্লিষ্ট ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সচিন। তিনি লেখেন, ‘আমার আইনজীবীরা প্রক্রিয়া শুরু করেছেন। আমার মনে হল সবাইকে এই বিষয়ে সচেতন করে দেওযা উচিত।’

জানা গিয়েছে, গোয়ার ওই ক্যাসিনোটির নাম ‘বিগ ড্যাডি’। তারা কেন সচিনের ছবি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করেছিল তা জানা যায়নি। সচিনের আইনি পদক্ষেপের বিষয়ে এখনও পর্যন্ত ক্যাসিনোর তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement
আরও পড়ুন