রোহিত শর্মা। — ফাইল চিত্র
টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে লজ্জার হার দেখতে হয়েছে। বাকি ক্রিকেটবিশ্বের মতো সচিন তেন্ডুলকরও ভারতের এ হেন আত্মসমর্পণ দেখে অবাক। তিনিও বুঝতে পারছেন না ঠিক কোন যুক্তিতে এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রাখা হল।
ম্যাচ শুরুর আগে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সচিন দল নির্বাচনে গুরুত্ব দিতে বলেছিলেন। সেই জায়গাতেই গোলমাল করেছে ভারত। টেস্টের এক নম্বর বোলারকেই বসিয়ে রেখেছিল তারা। ভারতের হারের পর সচিন টুইট করেন, “আমি বুঝতে পারিনি কেন রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখা হল না। ও এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার সেটা ভুলে যাবেন না।”
সচিন যোগ করেছেন, “ম্যাচের আগেই আমি বলেছিলাম, দক্ষ স্পিনাররা শুধুমাত্র ঘূর্ণি পিচের উপর ভরসা করে বল করে না। তারা বাতাসের সাহায্য নিয়ে এবং উইকেটের বাউন্স কাজে লাগিয়ে বলে বৈচিত্র এনে কঠিন পিচেও ভাল খেলে। ভুলে যাবেন না, অস্ট্রেলিয়ার প্রথম আটজনের মধ্যে পাঁচ জন বাঁ হাতি ছিল।”
গোটা বিশ্ব যা বলছে, তার পুরোপুরি উল্টো কাজ করেছে ভারতীয় দল। তারা উমেশ যাদবের মতো একজন পেসারকে দলে নিয়েছিল, যিনি দিনে ২০ ওভারও বল করতে পারেননি। সাম্প্রতিক কালে বিস্তর চোট-আঘাতে ভুগেছেন। উইকেট নেওয়ার দায়িত্ব গিয়ে পড়েছিল মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজার উপরে।
Congratulations to Team Australia on winning the #WTCFinal. @stevesmith49 and @travishead34 set a solid foundation on Day one itself to tilt the game in their favour. India had to bat big in the first innings to stay in the game, but they couldn’t. There were some good moments…
— Sachin Tendulkar (@sachin_rt) June 11, 2023
ফাইনালে হারের পরে দলে বদলের ডাক দিয়েছেন রোহিত শর্মা। আগামী দু’বছরে ছ’টি টেস্ট সিরিজ় খেলবে ভারত। সেখানে নতুন ক্রিকেটারদের দেখে নেওয়ার কথা বলেন রোহিত। তিনি বলেন, “দলগঠন নিয়ে কথা হবে। ভাল, খারাপ দেখা হবে। আমরা টেস্ট কী মানসিকতা নিয়ে খেলব সেটাও ঠিক করতে হবে। সেই অনুযায়ী দল বাছতে হবে। ঘরোয়া ক্রিকেটে অনেকে ভাল খেলছে। তাদের খুঁজে এনে সুযোগ দিতে হবে। সময় দিতে হবে যাতে তারাও দলের অংশ হয়ে উঠতে পারে।”
১৬ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ় দিয়ে শুরু হবে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ। সূচি অনুযায়ী, ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র তিনটি দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়াও ভারতের সূচিতে রয়েছে পাঁচ ম্যাচের সিরিজ়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে হবে ভারতকে। এই দুই সিরিজ় ছাড়া অ্যাশেজ হবে পাঁচ টেস্টের। অর্থাৎ, ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ় রয়েছে তিনটি।