রোহিত শর্মা। —ফাইল চিত্র।
মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন রোহিত শর্মা। আগামী ২৩ জানুয়ারি থেকে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ মুম্বইয়ের। সেই ম্যাচেই অজিঙ্ক রাহানের দলের হয়ে খেলবেন ভারতীয় দলের অধিনায়ক।
কয়েক দিন আগেই মুম্বই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত। শনিবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় এক প্রশ্নের উত্তরে জানালেন, মুম্বইয়ের হয়ে পরের রঞ্জি ট্রফি ম্যাচ খেলবেন। বেশ কিছু দিন ধরে ফর্মে না থাকা রোহিত ব্যাট-বলের সখ্যতা বৃদ্ধি করতে চাইছেন। ব্যাটে রানের খোঁজেই রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের পর এই প্রথম রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন তিনি। অর্থাৎ প্রায় ১০ বছর পর আবার প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে রোহিতকে।
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়। তার পর চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন লাল বলের ক্রিকেট খেললে এক দিনের ক্রিকেটের প্রস্তুতিতে সমস্যা হবে না? রোহিত বলেছেন, ‘‘এটা কোনও সমস্যা নয়। আমরা যারা তিন ধরনের ক্রিকেট খেলি, তাদের অভ্যাস আছে। টেস্টের পর অনেক সময় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয়। লাল বল বা সাদা বলের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হয়। পরিবেশ, পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিতে হয়। তা ছাড়া দীর্ঘ দিন ধরে খেলছি। এ ভাবেই খেলছি অনেক বছর ধরে। তাই এটা কোনও সমস্যা নয়।’’
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে ফর্মে নেই রোহিত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেছিলেন। এ ছাড়া আর কোনও ইনিংসে অর্ধশতরানও করতে পারেননি। শেষ ১৫টি টেস্ট ইনিংসের ১০টিতে দু’অঙ্কের রানও করতে পারেননি। টানা ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত। সে সময় জল্পনা তৈরি হয়, রোহিত সম্ভবত মেলবোর্নে শেষ টেস্ট খেলে ফেলেছেন। দেশে ফিরে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন। কিন্তু সিডনি টেস্টের দ্বিতীয় দিন রোহিত পরিষ্কার বলে দেন, শুধু সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রান পাচ্ছেন না বলে। অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর।