Hardik Pandya

India vs West Indies: ভারতীয় দলের সাফল্যের রহস্য কী, জানালেন হার্দিক

অধিনায়ক এবং কোচকে কৃতিত্ব দিচ্ছেন হার্দিক। তাঁর বক্তব্য, ক্রিকেটারদের খেলার স্বাধীনতা, দলে থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাতেই সাফল্য আসছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৮:১৯
অধিনায়ক, কোচের প্রশংসায় হার্দিক।

অধিনায়ক, কোচের প্রশংসায় হার্দিক। ফাইল ছবি।

সীমিত ওভারের ক্রিকেটে বেশ ভাল ছন্দে রয়েছে ভারতীয় দল। নতুনরাও দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতাচ্ছেন। এই পরিবর্তনের রহস্য কী? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর তা জানিয়েছেন হার্দিক পাণ্ড্য।

ভারতীয় দলের সাফল্যের জন্য হার্দিক কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে। হার্দিক জানিয়েছেন, রোহিত দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাইছেন। বিরাট কোহলীর নেতৃত্বে গত পাঁচ-ছয় বছরে ভারতীয় দল যা করেছে, তার থেকে আরও খানিকটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অধিনায়ক রোহিতকে নিয়ে নিজের উচ্ছ্বাস গোপন করেননি ভারতীয় দলের এই অলরাউন্ডার।

Advertisement

হার্দিক বলেছেন, ‘‘রোহিতের নেতৃত্বের সব থেকে বড় শক্তি হচ্ছে সব ক্রিকেটার সম্পর্কে নমনীয়তা। সকলকে নিজের মতো খেলার স্বাধীনতা দেয়। দলে থাকার নিশ্চয়তা দেয়। যত দিন রোহিতের নেতৃত্বে খেলছি, তত দিনই এই ব্যাপারটা দেখছি।’’ উল্লেখ্য ভারতীয় দলের আগে মুম্বই ইন্ডিয়ান্সেও রোহিতের নেতৃত্বে খেলেছেন হার্দিক।

তিনি আরও বলেছেন, ‘‘রোহিত এবং আমাদের কোচকেই কৃতিত্ব দেব। ওরা দারুণ ভাবে দলটাকে বেধে রেখেছে। সকলের মধ্যেই একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে। দলে সকলেই নিজেকে নিরাপদ মনে করে। সবাইকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেয়। প্রথম একাদশে না থাকলেও সমান গুরুত্ব দেয় ক্রিকেটারদের।’’

কোচ, অধিনায়কের দেওয়া স্বাধীনতাই দলের চেহারা বদলে দিয়েছে বলে মনে করেন হার্দিক। তাঁর মতে, সকলে নির্ভয়ে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছে। এতে সকলেই নিজের সেরাটা দিতে পারছে। তাতে লাভ হচ্ছে দলেরই। হার্দিক বলেছেন, ‘‘গত পাঁচ-ছয় বছরে আমরা যেমন খেলেছি, এখন তার থেকে আরও কিছুটা এগোতে চাইছি। আমরা সবরকম ভাবে চেষ্টা করছি। সমস্ত বিকল্প কাজে লাগাতে চাইছি। আমরা জানি আমাদের কী করতে হবে।’’

নিজের বোলিং নিয়েও কথা বলেছেন হার্দিক। তিনি বলেছেন, ‘‘বল করতে আমার ভালই লাগে। আগেও কয়েক বার বলেছি, সেরা ছন্দে ফেরার জন্যই কিছু দিন বল করছিলাম না। জানি আমি বল করলে দলের ভারসাম্য বাড়ে। আগে কেউ বল করতে না পারলে আমি করতাম। কিন্তু এখন নিয়মিত চার ওভার বল করতে পারছি।’’

আরও পড়ুন
Advertisement