ICC Ranking

টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া ঝোড়ো ইনিংসের বড় সুফল পেলেন বাংলার রিচা

কিছু দিন আগে ভারতকে মহিলাদের প্রথম অনূর্ধ্ব১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন রিচা। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভাল ছন্দে রয়েছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৭
picture of Richa Ghosh

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন রিচা। ছবি: টুইটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভাল ছন্দে রয়েছেন রিচা ঘোষ। বাংলার উইকেটরক্ষক-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন ব্যাট হাতেও। বিশ্বকাপ চলার মধ্যেই তার সুফল পেলেন তিনি।

মহিলাদের ক্রিকেটে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে প্রথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন রিচা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও ব্যাটারদের ক্রমতালিকায় ১৬ ধাপ উঠে ২০ নম্বরে চলে এসেছেন তিনি। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটার হিসাবে রিচার সেরা অবস্থান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩২ বলে অপরাজিত ৪৪ রান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসই শিলিগুড়ির বাসিন্দাকে আইসিসির ক্রমতালিকায় প্রথম ২০-র মধ্যে তুলে এনেছে। মহিলাদের আইপিএলের নিলামে তাঁকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement

প্রথম ২০ জনের মধ্যে থাকা অন্য ভারতীয়রা হলেন স্মৃতি মন্ধানা (তিন), শেফালি বর্মা (১০), জেমাইমা রডরিগেজ (১২) এবং হরমনপ্রীত কৌর (১৩)। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এগিয়েছেন রেণুকা সিংহও। সাত ধাপ উঠে তিনি রয়েছেন পঞ্চম স্থানে।

চলতি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেছেন মুনিবা আলি। পাক ব্যাটারও শতরানের সুবাদে ক্রিকেটজীবনের সেরা জায়গায় উঠে এসেছেন। ৬৮ বলে ১০২ রানের ইনিংস মুনিবাকে ১০ ধাপ এগিয়ে নিয়ে এসেছে ৬৪তম স্থানে।

জীবনের সেরা জায়গায় এসেছেন আরও এক মহিলা ক্রিকেটার। নিউ জ়িল্যান্ডের অ্যামেলিয়া কের শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৬৬ রানের ইনিংস খেলে ব্যাটারদের ক্রমতালিকায় তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। পাশাপাশি অলরাউন্ডারদের ক্রমতালিকাতেও এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement