ICC World Cup 2023

মুশফিকুরের ক্যাচ ধরে মাঠেই মেডেল চাইলেন জাডেজা, তা দেখে কী করলেন ম্যাচের অন্যতম আম্পায়ার?

ভাল ফিল্ডার হিসাবে সুনাম রয়েছে জাডেজার। কিন্তু এ বারের বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডার হতে পারেননি। বাংলাদেশ ম্যাচে একটি ক্যাচ ধরেই পুরস্কারের দাবি জানালেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৮:০২
picture of Ravindra Jadeja

রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে পরিচিত রবীন্দ্র জাডেজা। অথচ বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পাননি তিনি। বৃহস্পতিবার পয়েন্ট অঞ্চলে মুশফিকুর রহিমের ক্যাচ ধরেই পুরস্কারের দাবি জানালেন বাঁহাতি অলরাউন্ডার।

Advertisement

যশপ্রীত বুমরার বলে স্কোয়ার কাট মারার চেষ্টা করেছিলেন মুশফিকুর। কিন্তু ক্যাচ উঠে যায়। সে সময় পয়েন্টে ছিলেন জাডেজা। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরেন জাডেজা। ক্যাচ ধরার পরেই গলায় মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করেন তিনি। মাঠের ধারে ডাগ আউটের সামনে সে সময় দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর দিকে তাকিয়েই জাডেজা পুরস্কারের দাবি জানান। তাঁর কীর্তি দেখে হেসে ফেলেন ভারতীয় দলের অন্য ক্রিকেটারেরাও।

সে সময় ভারতীয় দলের ডাগ আউটের কাছেই বসেছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচের রিজার্ভ আম্পায়ার মারাইস ইরাসমাস। দক্ষিণ আফ্রিকার আম্পায়ারও দিলীপকে ডেকে মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করে কিছু বলেন। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, জাডেজার পুরস্কারের দাবি সমর্থন করেছেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের অন্যতম সদস্যও। অনেকে আবার বলেছেন, বিষয়টি হয়তো বুঝতে পারেননি ইরাসমাস। তাই দিলীপকে ডেকে জাডেজার ইঙ্গিতের মানে বোঝার চেষ্টা করেন তিনি। জাডেজার মেডেল চাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি।

বিশ্বকাপের প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছে ভারতীয় শিবির। সেরা ফিল্ডার নির্বাচনের দায়িত্বে রয়েছেন দলের ফিল্ডিং কোচই। সেরা ফিল্ডারের জন্য থাকছে একটি সোনার মেডেল। প্রথম তিনটি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন যথাক্রমে বিরাট কোহলি, শার্দূল ঠাকুর এবং লোকেশ রাহুল। বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার আগেই দাবি জানিয়ে রাখলেন জাডেজা।

Advertisement
আরও পড়ুন