Ravichandran Ashwin

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সতীর্থকে ‘অভিশাপ’ দেন অশ্বিন, কেন?

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। জয়ের রান এসেছিল রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে। সেই অশ্বিনই নাকি ব্যাট করতে নামার আগে এক সতীর্থকে অভিশাপ দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৭:৩১
ashwin

রবিচন্দ্রন অশ্বিন। — ফাইল চিত্র

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। জয়ের রান এসেছিল রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে। সেই ম্যাচের আট মাস পরে এক গোপন তথ্য প্রকাশ্যে আনলেন অশ্বিন। জানালেন, ব্যাট করতে নামার আগে সতীর্থ দীনেশ কার্তিককে ‘অভিশাপ’ দিয়েছিলেন তিনি। কেন দিয়েছিলেন তার কারণও ব্যাখ্যা করেছেন ভারতের অফস্পিনার।

সেই ম্যাচে রান তাড়া করার সময় শেষ ওভারে কার্তিক আউট হন। তার পরেই অশ্বিন ব্যাট করতে নামেন। আইসিসি-র একটি ভিডিয়োয় অশ্বিন বলেছেন, “আমাকে রান তাড়া করার মতো কঠিন কাজটা করতে বলার জন্যে ওকে অভিশাপ দিয়েছিলাম। ব্যাট করতে নামার আগেই অভিশাপ দিচ্ছিলাম। কী ধরনের পরিস্থিতিতে ব্যাট করতে নামছিলাম সেটা মাথায় ছিল। মানুষ চিৎকার করছিল। এত সমর্থক আগে কখনও দেখিনি। পাকিস্তানের বিরুদ্ধে শেষ বল খেলার আগে বিরাট কোহলি আমাকে অন্তত সাতটা পরামর্শ দিয়েছিল।”

Advertisement

সেই মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে অশ্বিন আরও বলেছেন, “যে মুহূর্তে নওয়াজ ওয়াইড বল করল, তখনই আমি বুঝতে পেরেছিলাম দ্বৈরথটা জিতে গিয়েছিল। ক্রিকেট খেলতে নামলে অনেক দিক থেকে পরোক্ষ বার্তা পাওয়া যায়। ওর ওয়াইড বলের পরেই অনেকটা আত্মবিশ্বাস পেলাম এবং ম্যাচটা জিতে নিলাম। ঘুমোতে যাওয়ার আগে বা ভিডিয়ো দেখলে এখনও ভাবি, বলটা স্পিন করে আমার প্যাডে লাগলে কী হতে পারত। আসলে ম্যাচটা হয়তো আমার হাতেই শেষ হওয়ার কথা ছিল।”

সেই ম্যাচে ভারত জেতে বিরাট কোহলির কাঁধে ভর করে। কোহলি অপরাজিত ৮২ রান করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement