সুন্দর পিচাই (বাঁ দিকে) ও মুকেশ অম্বানীর (ডান দিকে) সঙ্গে রবি শাস্ত্রী। ছবি: টুইটার
লর্ডসের গ্যালারিতে দেখা গেল রবি শাস্ত্রীকে। পাশে মুকেশ অম্বানী ও সুন্দর পিচাই। তিন জনে একসঙ্গে বসে খেলা দেখলেন সেখানে। সেই ছবি নেটমাধ্যমে প্রকাশ করলেন শাস্ত্রী নিজেই।
সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ইংল্যান্ডের একটি ঘরোয়া লিগে ধারাভাষ্য দিতে গিয়েছেন শাস্ত্রী। সেখানেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর অম্বানী ও গুগলের সিইও পিচাইয়ের সঙ্গে দেখা হয় তাঁর। অবশ্য তাঁরা কেন সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি।
অম্বানী, পিচাইয়ের সঙ্গে ছবি নেটমাধ্যমে দিয়ে শাস্ত্রী লেখেন, ‘লর্ডসে এমন দু’জনের সঙ্গে বসে যাঁরা ক্রিকেট খুব ভালবাসেন।’
In the august company of two people who love their cricket @HomeOfCricket - Mr Mukesh Ambani and Mr @sundarpichai at @thehundred @SkyCricket pic.twitter.com/JYnkGlMd8W
— Ravi Shastri (@RaviShastriOfc) August 9, 2022
ভারতীয় দলের কোচের পদ ছাড়ার পরে ফের ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে শাস্ত্রীকে। সম্প্রতি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন শাস্ত্রী। ৫০ ওভারের ক্রিকেট কমিয়ে ৪০ ওভার করার পরামর্শ দিয়েছেন তিনি। এক দিনের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য ওভারের সংখ্যা কমাতে হবে বলে মত ভারতের প্রাক্তন কোচের।