Pakistan vs Australia

তালগোল পাকিয়ে গেল ধারাভাষ্যকার শাস্ত্রীর! কী ঘটেছে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের টসের সময়?

পেশাদার এবং নিরপেক্ষ ধারাভাষ্যকার হিসাবে সুনাম রয়েছে শাস্ত্রীর। ধারাভাষ্য শোনার জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে থাকেন। তিনিই একাধিক ভুল করলেন কথা বলতে গিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:১৮
Picture of Ravi Shastri

রবি শাস্ত্রী। —ফাইল চিত্র।

ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর সহজ, সাবলীল ধারাভাষ্য পছন্দ করেন না এমন ক্রিকেটপ্রেমী বোধহয় নেই। কিন্তু দক্ষ ধারাভাষ্যকার শাস্ত্রীও ভুল করে ফেলেছেন অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্টের টসের সময়।

Advertisement

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের পর টেস্ট সিরিজ়েও ধারাভাষ্য দিচ্ছেন শাস্ত্রী। পার্‌থ টেস্টে টসের আগে দু’দলের অধিনায়কদের সঙ্গে ক্রিকেটপ্রেমীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। সে সময় কথা বলতে গিয়ে একাধিক বার গুলিয়ে ফেলেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা পশ্চিম অস্ট্রেলিয়ার পার্‌থে দুর্দান্ত স্টেডিয়ামে রয়েছি। যেখানে গতি... বাউন্স এবং গতি রয়েছে। এখন টসের সময়। পশ্চিমের টেস্ট...।’’ যা বললেন, তার কোনও অর্থ তৈরি হল না। যে শাস্ত্রীর ধারাভাষ্য শোনার জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে থাকেন, তিনিই ঘেঁটে ঘ করে ফেললেন অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তে। সেই অংশের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

পেশাদার এবং নিরপেক্ষ ধারাভাষ্যকার হিসাবে সুনাম রয়েছে শাস্ত্রীর। তাঁর অল্প ভুলও আলাদা ভাবে নজরে পড়েছে ক্রিকেটপ্রেমীদের। অনেক ধারাভাষ্যকারের ক্ষেত্রে এমন ভুল মাঝে মধ্যে হয়ে থাকলেও, শাস্ত্রীর ক্ষেত্রে বেশ বিরল।

শুধু ভারতের খেলায় নয়, অন্য দ্বিপাক্ষিক সিরিজ়েও ধারাভাষ্য দেওয়ার জন্য ডাক পান শাস্ত্রী। কিন্তু কথা বলতে গিয়ে এ ভাবে বার বার গুলিয়ে ফেলতে কখনও দেখা যায় না তাঁকে।

Advertisement
আরও পড়ুন