শুভমন গিল। —ফাইল চিত্র।
৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে লিড এনে দিয়েছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। দু’জনের জুটি ভারতকে প্রথম ইনিংসে এগিয়ে দিয়েছে। তার ফলেই ভারত এখন ভাল জায়গায় রয়েছে। এই ইনিংসের কৃতিত্ব সাত মাস আগের পরিশ্রমকে দিচ্ছেন শুভমন। চলতি বছর মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের সময় তিনি যা পরিশ্রম করেছিলেন তার ফসল এখন তুলছেন বলে জানিয়েছেন শুভমন।
ঘূর্ণি পিচে ভারতের টপ অর্ডার রান পায়নি। যে পিচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ব্যর্থ হয়েছেন সেই ম্যাচে কোন মন্ত্রে সফল শুভমন? এই টেস্টে খেলার ধরন বদলেছেন তিনি। বলের অনেক কাছে গিয়ে খেলছেন। বল ব্যাটে আসতে দিয়েছেন। তাড়াহুড়ো করেননি। শুভমন জানিয়েছেন, তাঁর খেলার ধরন বদলেছেন তিনি। ভারতীয় ব্যাটার বলেন, “টেস্টে এটা আমার অন্যতম সেরা ইনিংস। ইংল্যান্ড সিরিজ়ে অনেক পরিশ্রম করেছিলাম। ওই সিরিজ়ে ঘূর্ণি উইকেটে খেলতে হয়েছিল। তখনই স্পিনের বিরুদ্ধে আমার খেলা আরও পোক্ত হয়েছিল। তার ফসলই এখন পাচ্ছি।”
স্পিনের বিরুদ্ধে ব্যাট করার প্রধান শর্ত, ঠিক জায়গায় ব্যাট নিয়ে যাওয়া। প্যাডের সামনে ব্যাট রাখা। বল স্পিন হওয়ার আগেই মারার চেষ্টা করা। ইংল্যান্ড সিরিজ়ের সময় স্পিনের বিরুদ্ধে শুভমনের টেকনিক আরও ভাল হয়েছে। ওয়াংখেড়ের উইকেটে অজাজ পটেল, ইশ সোধিদের সামনে সেটাই দেখিয়েছেন তিনি। শুভমন বলেন, “ইংল্যান্ড সিরিজ়ের সময় আমার মানসিকতা বদলেছে। ওই সিরিজ়ে প্রত্যেক বার ব্যাট করতে মামার আগে ভাবতাম, কী কী শট খেলব। মাঠে নেমে সেটা করার চেষ্টা করতাম। এখনও সেটা করি। স্পিনারদের বিরুদ্ধে আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।”
মুম্বইয়ে প্রথম ইনিংসে ২৩৫ রান করে নিউ জ়িল্যান্ড। জবাবে ভারত করে ২৬৩ রান। ২৮ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে নিউ জ়িল্যান্ডের রান ৯ উইকেটে ১৭১। ভারতের থেকে ১৪৩ রানে এগিয়ে তারা। এখন দেখার পর পর দুই টেস্টে হারার পর তৃতীয় টেস্টে শুভমনেরা জিততে পারেন কি না।