Ranji Trophy

রঞ্জির আগামী মরসুমের সূচি প্রকাশিত! গত বারের ফাইনাল খেলা বাংলার গ্রুপে কারা?

আগামী মরসুমের রঞ্জি ট্রফির সূচি প্রকাশিত হয়েছে। কবে থেকে শুরু খেলা? কোন গ্রুপে রয়েছে গত বারের রঞ্জি ট্রফির ফাইনাল খেলা বাংলা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৪:২৮
Manoj Tiwary and Laxmi ratan Shukla

গত বারের বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি (বাঁ দিকে) ও কোচ লক্ষ্মীরতন শুক্ল। —ফাইল চিত্র

রঞ্জি ট্রফির ২০২৩-২৪ মরসুমের সূচি প্রকাশিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিক অ্যাবে কুরুভিল্লা এই সূচি প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থাকে পাঠিয়ে দিয়েছেন। গত বারের পারফরম্যান্স বিচার করে আগামী মরসুমের সূচি তৈরি করা হয়েছে।

আগামী মরসুমের রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে ৫ জানুয়ারি থেকে। এলিট পর্যায়ের গ্রুপ পর্বের খেলা ৫ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্য দিকে প্লেট পর্যায়ের গ্রুপ পর্বের খেলা হবে ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এলিট পর্যায়ের নকআউট পর্বের খেলা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। চলবে ১৪ মার্চ পর্যন্ত। অন্য দিকে প্লেট পর্যায়ের নকআউট পর্বের খেলা ৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।

Advertisement

এলিট পর্যায়ে রয়েছে চারটি গ্রুপ। মোট ৩২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে আটটি করে দল। অন্য দিকে প্লেট পর্যায়ে একটিই গ্রুপ রয়েছে। সেখানে রয়েছে ছ’টি দল।

এলিট গ্রুপ এ: সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, বিদর্ভ, হরিয়ানা, সার্ভিসেস ও মণিপুর।

এলিট গ্রু বি: বাংলা, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসম ও বিহার।

এলিট গ্রুপ সি: কর্নাটক, পঞ্জাব, রেলওয়েজ়, তামিলনাড়ু, গোয়া, গুজরাত, ত্রিপুরা ও চণ্ডীগড়।

এলিট গ্রুপ ডি: মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বদোদরা, দিল্লি, ওড়িশা, পুদুচ্চেরি এবং জম্মু ও কাশ্মীর।

প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দরাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম ও অরুণাচল প্রদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement