Ranji Trophy

Ranji Trophy 2022: দ্বিতীয় দিন সকালে দাপট মুকেশ-শাহবাজের, মধ্যপ্রদেশের প্রথম ইনিংস শেষ ৩৪১ রানে

রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম ইনিংসে ৩৪১ রান করল মধ্যপ্রদেশ। বাংলার হয়ে মুকেশ ৪টি ও শাহবাজ ৩টি উইকেট নিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১১:৫৫
ভাল বল করলেন মুকেশ

ভাল বল করলেন মুকেশ ফাইল চিত্র

প্রথম দিনের খেলা শেষে বাংলার কোচ অরুণ লাল জানিয়েছিলেন, দ্বিতীয় দিন সকালে আরও ৫০ রানের মধ্যে মধ্যপ্রদেশকে অলআউট করার চেষ্টা করবেন তাঁর দলের বোলাররা। ৫০ নয়, ৭০ রান উঠল। তবে কোচের পরিকল্পনা মতো মধ্যপ্রদেশকে অলআউট করে দিলেন মুকেশ কুমার, শাহবাজ আহমেদরা। রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম ইনিংসে ৩৪১ রান করল মধ্যপ্রদেশ। মুকেশ ৪টি ও শাহবাজ ৩টি উইকেট নিলেন।

প্রথম দিন ৬ উইকেটে ২৭১ রানে শেষ করে মধ্যপ্রদেশ। ১৩৪ রান করে ক্রিজে ছিলেন হিমাংশু মন্ত্রী। দ্বিতীয় দিন দেড়শ রান করেন তিনি। তাঁকে সঙ্গে দেন পুনীত দাতে। দু’জনে মিলে সপ্তম উইকেটে ৬৪ রান যোগ করেন। দেখে মনে হচ্ছিল ৪০০ রান করে ফেলবে মধ্যপ্রদেশ।

Advertisement

বাংলাকে খেলায় ফেরান শাহবাজ। ৩৩ রানের মাথায় পুনীতকে আউট করেন তিনি। সেখানে ধসের শুরু। তার পরে মাত্র ১৮ রানের মধ্যে মধ্যপ্রদেশের বাকি তিন উইকেট পড়ে যায়। মন্ত্রী করেন ১৬৫ রান। তাঁকে আউট করেন মুকেশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন