Sanju Samson and Rahul Dravid

সঞ্জু-বিতর্কের পর প্রথম বার মুখ খুললেন দ্রাবিড়, কী বললেন রাজস্থানের কোচ?

সঞ্জু স্যামসনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজস্থান রয়্যালসের। দিল্লি ম্যাচের পর প্রশ্ন উঠেছে যে, রাজস্থানের সঙ্গে কি সম্পর্ক আর ঠিকঠাক নেই? বিতর্ক নিয়ে প্রথম বার মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:৩৭
cricket

সঞ্জু স্যামসন (বাঁ দিকে) এবং রাহুল দ্রাবিড়। ছবি: পিটিআই।

সঞ্জু স্যামসনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজস্থান রয়্যালসের। দিল্লির কাছে হারের পর পাশে থাকা সত্ত্বেও দলের বৈঠকে (টিম হাডল) যোগ না দেওয়ায় প্রশ্ন উঠেছে যে, রাজস্থানের সঙ্গে কি সম্পর্ক আর ঠিকঠাক নেই? বিতর্ক নিয়ে প্রথম বার মুখ খুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

Advertisement

শনিবার ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে খেলবে রাজস্থান। তার আগে এ দিন দ্রাবিড় বলেছেন, “আমি জানি না কোথা থেকে এ সব খবর রটছে। এটুকু বলতে পারি, আমাদের ভাবনাচিন্তা একই। দলে যারা সিদ্ধান্ত নেয়, তার অবিচ্ছেদ্য অংশ সঞ্জু। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। সব ধরনের আলোচনা এবং সিদ্ধান্তে অংশ নেয় সঞ্জু। যা রটানো হচ্ছে সেটা ভিত্তিহীন। এ সব নিয়ে আমাদের কিছু করার নেই।”

দ্রাবিড় আরও বলেছেন, “দলের আত্মবিশ্বাস ভাল জায়গাতেই রয়েছে। তবে অনেকেই বুঝতে পারেন না যে, কোনও ক্রিকেটার খারাপ খেললে তার মানসিকতা কোন জায়গায় থাকে।”

দিল্লি ম্যাচের পরের একটি ভিডিয়ো ঘিরে যাবতীয় জল্পনার উৎপত্তি। ম্যাচের পর দ্রাবিড়, সাইরাজ বাহুতুলে এবং কোচিং স্টাফের বাকি সদস্য ও ক্রিকেটারেরা একসঙ্গে ‘টিম হাডল’ করছিলেন। গোল হয়ে দাঁড়িয়ে এ রকম আলোচনা প্রায়ই করে দলগুলি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সঞ্জু পাশে থাকলেও সেই টিম হাডলে যোগ দেননি। দ্রাবিড়ের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি তাঁকে। সঞ্জু হতাশ এবং বিধ্বস্ত ছিলেন বলে অনেকে মনে করেছেন। তবে অনেকের ধারণা, দলের মধ্যে ফাটল ধরেছে। সঞ্জু দলীয় রাজনীতির মধ্যে ঢুকতে চাননি বলেই যোগ দেননি।

বেশ কিছু জল্পনা রটেছে। শোনা যাচ্ছে, রাজস্থান গুয়াহাটিতে খেলতে যাক তা চাননি সঞ্জু। কিন্তু দল সে কথা শোনেনি। তা ছাড়া, রিয়ান পরাগকে আগামী দু’বছরের মধ্যে পাকাপাকি ভাবে অধিনায়ক বানানোর পরিকল্পনা করছে রাজস্থান। যে ভাবে সেই প্রচেষ্টা চলছে তাতে অবাক সঞ্জু। দলে নাকি দ্রাবিড়কেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সঞ্জু পাত্তাই পাচ্ছেন না। সেটাও ভারতীয় ক্রিকেটারের পছন্দ নয়। এ ছাড়া কিছু চাপ এবং দলীয় রাজনীতি তো রয়েছেই। সব মিলিয়ে রাজস্থানে নাকি এতটাই খারাপ অবস্থা যে সঞ্জুর সঙ্গে যশস্বী জয়সওয়ালও পরের বছর দল ছাড়তে চান।

Advertisement
আরও পড়ুন