Rohit Sharma

‘বাগানে ঘুরতে এসেছিস!’ সতীর্থদের কেন এ কথা বলেছিলেন, ১৪ মাস পরে ব্যাখ্যা দিলেন রোহিত

গত বছর ইংল্যান্ড সিরিজ়‌ে ভাইরাল হয়ে গিয়েছিল রোহিত শর্মার একটি উক্তি। সতীর্থদের বকা দিতে গিয়ে বলেছিলেন, ‘বাগানে ঘুরতে এসেছিস নাকি!’ ১৪ মাস পরে সেই মন্তব্যের আসল কারণ ব্যাখ্যা করলেন রোহিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২০:৩৮
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

গত বছর ইংল্যান্ড সিরিজ়‌ে ভাইরাল হয়ে গিয়েছিল রোহিত শর্মার একটি উক্তি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সতীর্থদের বকা দিতে গিয়ে বলেছিলেন, ‘বাগানে ঘুরতে এসেছিস নাকি!’ সেই মন্তব্য পরে বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। ১৪ মাস পরে সেই মন্তব্যের আসল কারণ ব্যাখ্যা করলেন রোহিত।

Advertisement

রোহিতের সেই মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল দ্রুত। পরে যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারেরা তা নিয়ে মজাও করেছিলেন। বাগানে হাঁটার ছবি পোস্ট করে যশস্বী লিখেছিলেন, “বাগানে ঘুরতে এসেছি।” সূর্যকুমার পাল্টা লিখেছিলেন, “বাগানে ঘুরতে গেলে জানিস তো কী হবে...।”

সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেছেন, “ভাইজাগে খেলা ছিল। একটা ওভার শেষ হওয়ার পর দেখলাম ক্রিকেটারেরা এমন ভাবে হাঁটাচলা করছে যেন বাগানে ঘুরতে এসেছে। কেউ দৌড়চ্ছে না। কারও মধ্যে কোনও তাড়া নেই। আমি স্লিপে ফিল্ডিং করছিলাম। দু’দিক থেকেই স্পিনারেরা বল করছিল। হালকা সুতোর উপর ঝুলছিল ম্যাচটা। ওই ম্যাচে আমাদের জিততেই হত। সকালেই সবাইকে বলেছিলাম যে বাড়তি উদ্যোগ দেখাতে হবে। সেখানে ওরা মাঠে মজা করতেই ব্যস্ত ছিল।”

রোহিত আরও জানিয়েছেন, কী ভাবে সেই সময় উইকেটের জন্য প্রাণপাত পরিশ্রম করছিলেন তাঁরা। বলেছেন, “আনি দু’-তিন ওভার দেখার পর ঠিক করেছিলাম, এ ভাবে চলতে পারে না। এ ভাবে ক্রিকেট খেলা যায় না। ওদের আচরণ দেখে রাগ হয়ে গিয়েছিল। তখনই ওদের ধমকে বলেছিলাম এমন কাজ না করতে। একটা জুটি চলছিল। উইকেট পাওয়ার জন্য মরিয়া ছিলাম। তখন ওদের ওই আচরণ দেখে ভাল লাগেনি।”

Advertisement
আরও পড়ুন