IPL 2025

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেই দলছাড়া সঞ্জু, কী হয়েছে রাজস্থান অধিনায়কের?

রাজস্থান রয়্যালসের প্রথম তিনটি ম্যাচে সঞ্জু স্যামসন খেলেছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। শুধু ব্যাট করেছেন। এই তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক রিয়ান পরাগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৭:৪৭
picture of Sanju Samson

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

গুয়াহাটি থেকে সোমবার সকালে বেঙ্গালুরু গিয়েছেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অন্য ক্রিকেটারেরা যাবেন চণ্ডীগড়। আগামী ৫ এপ্রিল তাঁদের খেলা পঞ্জাব কিংসের সঙ্গে। সঞ্জু পরে দলের সঙ্গে যোগ দেবেন।

Advertisement

চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) দৌড়তে হল সঞ্জুকে। রাজস্থান অধিনায়কের কোনও চোট লাগেনি রবিবারের ম্যাচে। তবু তাঁকে যেতে হল বেঙ্গালুরুতে। আইপিএলে ব্যাট করতে পারলেও উইকেট রক্ষা করতে পারছেন না সঞ্জু। গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় আঙুল ভেঙে যায় সঞ্জুর। অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। চোট সম্পূর্ণ ঠিক না হওয়ায় এনসিএর চিকিৎসকেরা আইপিএলের আগে সঞ্জুকে শুধু ব্যাটিং করার অনুমতি দিয়েছিলেন। উইকেট রক্ষার করার অনুমতি দেননি। সেই অনুমতি নিতে গিয়েছেন সঞ্জু। তাঁর আঙুলে অস্ত্রোপচার হওয়ার জায়গাটি কী পরিস্থিতিতে রয়েছে, তা খতিয়ে দেখবেন এনসিএর চিকিৎসকেরা। তাঁরা অনুমতি দিলে তবেই আইপিএলে উইকেট রক্ষা করতে পারবেন সঞ্জু।

চেন্নাই ম্যাচের পর হাতে কয়েক দিন সময় থাকায় গুয়াহাটি থেকে বেঙ্গালুরু গিয়েছেন সঞ্জু। সব কিছু ঠিক থাকলে রাজস্থানকে পরের ম্যাচ থেকেই তিনি নেতৃত্ব দেবেন। উইকেটরক্ষক হিসাবেও দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, রাজস্থানের প্রথম তিনটি ম্যাচে সঞ্জু খেলেছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। শুধু ব্যাট করেছেন। ফিল্ডিংও করেননি। এই তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক রিয়ান পরাগ।

Advertisement
আরও পড়ুন