অজিঙ্ক রাহানে। ছবি: সমাজমাধ্যম।
কেন হারছে কলকাতা নাইট রাইডার্স? এক, দুই করে সব খামতি বলে দিচ্ছেন অজিঙ্ক রাহানে। কেকেআরের অধিনায়ক জানেন, কোথায় কোথায় তাঁদের উন্নতি প্রয়োজন। কিন্তু কী ভাবে উন্নতি হবে তা জানেন না তিনি। অর্থাৎ সমস্যা জানলেও সমাধানের পথ বার করতে পারছেন না রাহানে। সেই কারণেই কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি।
ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে ৩৯ রানে হেরেছে কেকেআর। ১৯৯ রান তাড়া করতে নেমে হতাশ করেছেন ব্যাটারেরা। এই ম্যাচে হারের দায় ব্যাটারদের উপরেই চাপিয়েছেন রাহানে। খেলা শেষে তিনি বলেন, “১৯৯ রান তাড়া করতে গেলে শুরুটা ভাল করা দরকার ছিল। কিন্তু আমাদের ওপেনিং ভাল হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।”
এই উইকেটে গুজরাতকে ১৯৮ রানে আটকে রাখার কৃতিত্ব বোলারদের দিয়েছেন রাহানে। তাঁদের কোনও দোষ দেখছেন না তিনি। নাইট অধিনায়ক বলেন, “আমার মনে হয়েছে এই উইকেটে ১৯৯ রান তাড়া করা সম্ভব। ওদের ২০০ রানের নীচে আটকাতে পেরেছি। বোলারেরা নিজেদের কাজ করেছে। ওরা শুরুটা ভাল করেছিল। বোলারদের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। ওরা ভাল বল করেছে।”
কেকেআরের ব্যাটিংয়ের টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারও ব্যর্থ। বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহেরা রান করতে পারছেন না। মিডল অর্ডারের সমস্যা জানেন রাহানে। তিনি বলেন, “মিডল অর্ডারে আমাদের ভয়ডরহীন ব্যাট করতে হবে। পুরো ইনিংস জুড়ে একই রকম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। মিডল অর্ডারে আমাদের দলে ভাল ব্যাটার রয়েছে। কিন্তু তারা রান পাচ্ছে না। শট নির্বাচনে ভুল করে ফেলছি। সেটা ঠিক করতে হবে। যদি দল হিসাবে আরও এক শতাংশ আমরা ভাল হতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। ভুল থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমরা পারছি না।”
ফিল্ডিংও ডুবিয়েছে কেকেআরকে। চার গলেছে। ক্যাচ পড়েছে। ফিল্ডিংয়ের মান যে তাঁদের আরও ভাল করতে হবে সেটাও জানেন রাহানে। তিনি বলেন, “ফিল্ডিংয়ে উন্নতি প্রয়োজন। সেটা আমাদের হাতেই রয়েছে। ফিল্ডিং ভাল করতে পারলে প্রতি ম্যাচে ১০-১৫ রান বাঁচানো যায়। আমাদের সেই চেষ্টা করতে হবে। ফিল্ডারদের আরও ভাল করতে হবে। এই ফরম্যাটে একবার পিছিয়ে পড়লে ফেরা মুশকিল। আমাদের সেখানেই সমস্যা হচ্ছে।”
রাহানের কথা থেকে স্পষ্ট, কোথায় কোথায় ভুল হচ্ছে তিনি জানেন। কোনও ম্যাচে বোলিংকে দায়ী করছেন তিনি, তো কোনও ম্যাচে ব্যাটিংকে। ফিল্ডিংয়ের ভুলও চোখে পড়ছে তাঁর। কিন্তু কী ভাবে সেই সমস্যা মেটানো যাবে তা জানেন না রাহানে। তার ফলেই একের পর এক ম্যাচে হারছে কেকেআর। সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে মরসুম শেষ হয়ে যাবে না তো? সেই প্রশ্নই উঠছে।