Rahul Dravid

সমিতের ব্যাটে দ্রাবিড়ের ছায়া, বাবার প্রিয় শট মেরে নজর কাড়লেন ভারতীয় দলের কোচের ছেলে

দ্রাবিড়ের বড় ছেলে বয়স ভিত্তিক ক্রিকেটে নজর কেড়েছেন জাতীয় পর্যায়। সমিত কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্বও দিয়েছেন। দ্রাবিড়ের মতো অতি রক্ষণাত্মক ব্যাটার নন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ২০:৪২
picture of Rahul Dravid

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।

ক্রিকেটজীবনে রাহুল দ্রাবিড়ের অন্যতম প্রিয় শট ছিল কাট। নিখুঁত কাট মারতে পারতেন ভারতীয় দলের কোচ। তাঁর সেই দক্ষতা দেখা যাচ্ছে ছেলে সমিত দ্রাবিড়ে মধ্যেও। একটি প্রস্তুতি ম্যাচে সমিতের নেওয়া কাট শটের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা একাদশ এবং ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বেঙ্গালুরুতে। কর্নাটকের হয়ে খেলছেন দ্রাবিড়ের বড় ছেলে। সমিতের মারা কাট শট দেখে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে দ্রাবিড়ের কথা।

সমিতের ব্যাটিংয়ে দ্রাবিড়ের ছাপ আগেই দেখা গিয়েছে। অনেকটা বিখ্যাত বাবার মতোই ব্যাট করেন ১৮ বছরের তরুণ ক্রিকেটার। সমিতের কাট শট দেখে হুবহু দ্রাবিড় বলছেন অনেক ক্রিকেটপ্রেমী। পায়ের সীমিত ব্যবহার এবং নিখুঁত সময়জ্ঞান কাজে লাগিয়ে কাট শটের মাধ্যমে অফ সাইডে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নিতেন দ্রাবিড়। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে সমিতের কাট শট একই ভাবে বাউন্ডারি মেরেছেন। যা সম্প্রচারিত হয়েছে ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবটির ওয়েবসাইটে।

দ্রাবিড়ের বড় ছেলে বয়স ভিত্তিক ক্রিকেটে এর মধ্যেই নজর কেড়েছেন জাতীয় পর্যায়। সমিত কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্বও দিয়েছেন। বাবার ব্যাটিংয়ের সঙ্গে পার্থক্যও রয়েছে সমিতের। দ্রাবিড়ের মতো অতি রক্ষণাত্মক ব্যাটার নন তিনি। ভালবাসেন আগ্রাসী ব্যাটিং করতে। মারার বল পেলে রেয়াত করেন না। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ২৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন সমিত।

আরও পড়ুন
Advertisement