chris gayle

Jonty Rhodes: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস, ক্রিস গেলকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী, কেন?

জন্টি টুইট করে লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদী। যত বার ভারতে গিয়েছি, তত বার নিজেকে নতুন ভাবে চিনেছি।’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১২:৪৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে শুভেচ্ছাবার্তা পেয়ে খুশি জন্টি রোডস, ক্রিস গেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে শুভেচ্ছাবার্তা পেয়ে খুশি জন্টি রোডস, ক্রিস গেল। —ফাইল চিত্র

প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানো হল জন্টি রোডস, ক্রিস গেলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে শুভেচ্ছাবার্তা পেয়ে খুশি তাঁরাও। কিন্তু হঠাৎ তাঁকে কেন শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী?

ভারতের প্রতি জন্টির প্রেম সম্পর্কে অনেকেই অবগত। এমনকি তিনি নিজের ছোট মেয়ের নামও রেখেছেন ইন্ডিয়া। সেই ভারত-প্রেমকে সম্মান জানাতেই প্রজাতন্ত্র দিবসে জন্টিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। মোদীর পাঠানো চিঠি টুইট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জন্টিও। প্রধানমন্ত্রীর চিঠিতে লেখা, ‘আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এ বারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নাম আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভাল সম্পর্কের দূত আপনি।’

উত্তরে জন্টি টুইট করে লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদী। যত বার ভারতে গিয়েছি, তত বার নিজেকে নতুন ভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছে।’

Advertisement

শুধু জন্টি নন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন ক্রিস গেলও। বুধবার তিনি টুইট করে লেখেন, ‘ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পেয়েছি। তিনি উল্লেখ করেছেন ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা। ইউনিভার্স বসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।’

Advertisement
আরও পড়ুন