Preity Zinta

আইপিএল নিলামের আগে পঞ্জাব কিংসে গন্ডগোল, সহ-মালিকের বিরুদ্ধে আদালতে প্রীতি জ়িন্টা

আইপিএলের মহা নিলামের আগেই বিপদে পঞ্জাব কিংস। সেই দলের অন্যতম মালিক তথা অভিনেত্রী প্রীতি জ়িন্টা চণ্ডীগড় হাইকোর্টে মামলা করেছেন দলের আর এক মালিক মোহিত বর্মনের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৭:৪৬
cricket

পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা। — ফাইল চিত্র।

আইপিএলের মহা নিলামের আগেই বিপদে পঞ্জাব কিংস। সেই দলের অন্যতম মালিক তথা অভিনেত্রী প্রীতি জ়িন্টা চণ্ডীগড় হাইকোর্টে মামলা করেছেন দলের আর এক মালিক মোহিত বর্মনের বিরুদ্ধে। প্রীতির অভিযোগ, মোহিত তাঁর অংশীদারিত্ব বিক্রি করে দিতে চাইছেন অন্য কাউকে। সেটাই আটকাতে চান প্রীতি।

Advertisement

এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, পঞ্জাবের ২৩ শতাংশ মালিকানা প্রীতি এবং তাঁর প্রাক্তন স্বামী নেস ওয়াদিয়ার। ৪৮ শতাংশ মালিকানা রয়েছে মোহিতের হাতে। বাকি ৬ শতাংশ করণ পলের হাতে। প্রীতির দাবি, অনৈতিক ভাবে নিজের অংশীদারিত্ব অন্য ব্যক্তিকে বিক্রি করতে চাইছেন মোহিত।

যদিও সেই ওয়েবসাইটে মোহিত বলেছেন, “আমার শেয়ার বিক্রি করার কোনও পরিকল্পনাই নেই।” সরকারি ভাবে পঞ্জাব কিংসের তরফে কেউ কিছু বলেননি বা বিবৃতিও দেওয়া হয়নি।

প্রীতির অভিযোগ, মালিকানা নিয়ে একটি চুক্তি রয়েছে তাঁদের মধ্যে। সেখানে স্পষ্ট বলা আছে, কেউ নিজের অংশ বিক্রি করতে চাইলে আগে তা বাকি মালিকদের কাছে প্রস্তাব হিসাবে রাখতে হবে। যদি বাকিরা কেউ কিনতে রাজি না হল, একমাত্র সে ক্ষেত্রেই অন্য কোনও ব্যক্তির কাছে বিক্রি করা যাবে। এ ক্ষেত্রে তা মানা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement