আউট হয়ে ফিরছেন রাহানে (ডান দিকে)। উল্লাস হার্দিকের। ছবি: পিটিআই।
আইপিএলে আবার হারে ফিরল কেকেআর। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হারল তারা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুম্বইয়ের বিরুদ্ধে কোনও বিভাগেই ভাল খেলতে পারেনি কেকেআর। শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ খেলেছে তারা। কেকেআরের হারের পাঁচটি কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার ডট কম।
পাওয়ার প্লে-তেই চার উইকেটের পতন
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বেঙ্গালুরু ম্যাচ বুঝিয়ে দিয়েছিল এই কেকেআর দলে মিডল অর্ডারের ব্যাটারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আরও এক বার সেই বিভাগে ব্যর্থ কেকেআর। বস্তুত, গোটা ব্যাটিং অর্ডারই ব্যর্থ হয়েছে এ দিন। অন্যান্য দল যেখানে পাওয়ার প্লে বেশি বেশি রান করার চেষ্টা করে, সেখানে কেকেআর এ দিন একের পর এক উইকেট হারিয়েছে। রিঙ্কু সিংহ শেষ কবে পাওয়ার প্লে-র মধ্যে ব্যাট করতে নেমেছেন নিজেই ভুলে গিয়েছেন। কুইন্টন ডি’কক, সুনীল নারাইনেরা যে দিন রান পাবেন না, সে দিন মিডল অর্ডারকেই টানতে হবে। কেউই সেই কাজ করতে পারলেন না।
কোনও পরিকল্পনা না নিয়েই খেলতে নামা
টসের সময় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেছিলেন, তিনি ওয়াংখেড়ের এই পিচ বুঝতে পারছেন না। মুম্বইয়ের ক্রিকেটার রাহানের জন্ম, কর্ম সবই সেই শহরে। ওয়াংখেড়েতে খেলেই বেড়ে উঠেছেন। তিনিই যদি ওয়াংখেড়ের পিচ বুঝতে না পারেন, তা হলে বাকি দলের অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই বোধগম্য। গোটা দলকেই দেখে মনে হল কোনও পরিকল্পনা ছাড়াই নেমেছে। কার কী দায়িত্ব সেটাই বুঝতে পারলেন না।
একজন পেসার কম পাওয়া
তাসের ঘরের মতো ব্যাটিং বিভাগ ভেঙে পড়ায় বাধ্য হয়ে মণীশ পাণ্ডেকে নামিয়েছিল কেকেআর। তিনি যে আহামরি খেলেছেন এমনটা নয়। তবে মণীশকে নামাতে গিয়ে বৈভব অরোরাকে খেলাতে পারল না কেকেআর। ওয়াংখেড়ের পিচ পেসারদের সাহায্য করছিল। সেখানে দলের প্রধান পেসারকে না পাওয়া বেশ সমস্যায় ফেলল কেকেআরকে।
খারাপ শট নির্বাচন
পর পর উইকেট পড়া থেকেও শিক্ষা নেননি কেকেআরের ব্যাটারেরা। একের পর এক খারাপ শট খেলে গেলেন তাঁরা। ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ আয়ার আবার হতাশ করলেন খারাপ শট খেলে। দলের বিপদের সময় কেন তিনি ‘আপার কাট’ জাতীয় শট খেলতে গেলেন তিনিই জানেন। চাপের মুখে উইকেট ছেড়ে আন্দ্রে রাসেলের আড়াআড়ি শট খেলতে যাওয়াকেও পিছিয়ে রাখা যাবে না। মণীশ তো সোজা বল খেলতে গিয়েও ফস্কে বোল্ড হলেন।
মুম্বইকে দেখলেই কেঁপে যাওয়ার পুরনো রোগ
গত কয়েকটি মরসুমে মুম্বইয়ের উপর বেশ দাপট দেখিয়েছে কেকেআর। আবার ফিরে এসেছে কেঁপে যাওয়ার সেই পুরনো রোগ। কেন প্রতি মরসুমেই কেকেআরের কাছে মুম্বই ত্রাস হয়ে ওঠে তা এখনও অজানা। প্রথম দু’টি ম্যাচে হারা মুম্বইকে হারের হ্যাটট্রিক উপহার দেওয়ার এর চেয়ে বড় সুযোগ ছিল না কেকেআরের কাছে। সেটাও পারল না কেকেআর।