ICC World Cup 2023

বাবর, শাহিন নন, ভারতের মাথাব্যথা রিজ়ওয়ানকে নিয়ে! তাঁকে কী ভাবে আটকাবেন রোহিতেরা?

পাকিস্তান দলে রয়েছেন একাধিক বিশ্বমানের ক্রিকেটার। বাবরের মতো ব্যাটার। শাহিনের মতো বোলার। শাদাবের মতো অলরাউন্ডার। তবু অন্য এক জনকে নিয়ে সতর্ক থাকতেই হবে ভারতকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১১:১৬
picture of rizwan

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

রান পাচ্ছেন না অধিনায়ক বাবর আ‌জ়ম। চেনা ফর্মে নেই শাহিন আফ্রিদি। বিশ্বকাপের আগে থেকেই সাদামাঠা দেখাচ্ছে সহ-অধিনায়ক শাদাব খানকে। বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে জয় পাওয়া পাকিস্তান ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের কেন্দ্রে রয়েছেন অন্য এক ক্রিকেটার। যিনি ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন।

Advertisement

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই টান টান উত্তেজনা। আগেই শুরু হয়ে যায় মাঠের বাইরের লড়াই। যে লড়াইয়ে বাগ্‌যুদ্ধ, প্রতিপক্ষের উপর চাপ তৈরি, পরিকল্পনা, মানসিক চাপ— সব থাকে। মাঠের লড়াই শুরু হলে অবশ্য এই সব কিছুই গুরুত্বহীন। সেখানে চাপ সামলে পারফরম্যান্সই শেষ কথা। যে ক্রিকেটার মাথা ঠান্ডা রাখতে পারেন, তাঁর সাফল্যের সম্ভাবনা তত বেশি।

শনিবারের ম্যাচে রোহিত শর্মাদের চিন্তার কারণ হতে পারেন মহম্মদ রিজ়ওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটারকে থামাতে না পারলে, সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। বাবর, শাহিন, শাদাবের থেকেও রিজ়ওয়ানের দিকে রোহিতদের বেশি নজর রাখতে হবে দু’টি কারণে।

gfx

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রথমত, ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড। দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ থাকায় ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেননি পাক ক্রিকেটার। মাত্র দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন রিজ়ওয়ান। তার একটিতে ব্যাট করে ২ রান করেছেন। তবে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতের বিরুদ্ধে। সেই চার ম্যাচে রিজ়ওয়ান করেছেন ১৯৭ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৯। গড় ৬৫.৬৬। ভারতের বিরুদ্ধে দু’টি অর্ধশতরান করেছেন রিজ়ওয়ান। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সব সময় পারফরম্যান্স করেছেন তিনি।

দ্বিতীয়ত, বিশ্বকাপে রিজ়ওয়ানের ফর্ম। প্রথম দু’টি ম্যাচেই রান এসেছে রিজ়ওয়ানের ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছেন ৬৮ রান। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপের মুখে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩১ রানের অনবদ্য অপরাজিত ইনিংস। অর্থাৎ, ভারতের মাটিতে বিশ্বকাপে ১৯৯ রান করেছেন তিনি। গড়ও ১৯৯।

শুধু ব্যাটার রিজ়ওয়ান নন, উইকেটের পিছনেও যথেষ্ট দক্ষতা তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ক্যাচও নেন পাক উইকেটরক্ষক। তাই ভারতীয় দলকে রিজ়ওয়ানের জন্য আলাদা পরিকল্পনা করতেই হবে। ফর্মে থাকা রিজ়ওয়ান একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। জয় ছিনিয়ে নিতে পারেন। এই তথ্য অজানা নয় রাহুল দ্রাবিড়দের। ব্যাটার রিজ়ওয়ান জোরে বল এবং স্পিন বল সমান দক্ষতায় খেলতে পারেন। স্বাভাবিক ভাবেই রিজ়ওয়ানকে থামানোর পরিকল্পনা করতে হবে ভারতীয় শিবিরকে। কারণ ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ডকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।

Advertisement
আরও পড়ুন