শ্বশুর আফ্রিদির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন শাহিন। ছবি: টুইটার।
শুধু জোরে বোলার হিসাবে থাকতে চাইছেন না শাহিন শাহ আফ্রিদি। চাইছেন ব্যাট হাতেও আন্তর্জাতিক ক্রিকেটে দলকে সাহায্য করতে। তাই শাহিন ব্যাটিংয়ের তালিম নিচ্ছেন প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির কাছে।
চোট-আঘাতের জন্য গত বছর দেশের হয়ে মাত্র ১৬টি ম্যাচ খেলতে পেরেছিলেন শাহিন। হাঁটুর চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ এখন। এ বার সামনে তাকাতে চাইছেন। এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান। বল এবং ব্যাট হাতে দলকে সাহায্য করতে চান শাহিন। তাই তিনি এখন শ্বশুরের সাহায্যপ্রার্থী।
শাহিন বলেছেন, ‘‘এখন ছক্কা মারার অনুশীলন করছি। লালার (শ্বশুর আফ্রিদিকে এই নামে ডাকেন) সঙ্গে অনুশীলন করছি। দু’জনেই বড় শট খেলার চেষ্টা করছি। ইনিংসের শেষ দিকে চালিয়ে খেলতে হয়। শেষ ওভার হলে তো অনেক সময় মারতেই হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে লালার মতো অভিজ্ঞতা আর কারও নেই। লালার কাছে অনুশীলন করে অনেক উপকৃত হয়েছি। অনেক কিছু শিখেছি। ব্যাট হাতেও দলকে সাহায্য করতে চাই।’’
কেন ব্যাটিং নিয়ে এত পরিশ্রম করছেন? শাহিন বলেছেন, ‘‘বিশ্বকাপ জেতার স্বপ্ন সব খেলোয়াড় দেখে। আমিও বিশ্বকাপ জিততে চাই। ২০২১ বিশ্বকাপে কী হয়েছিল, সকলের মনে রয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের সময় সম্পূর্ণ ফিট ছিলাম না। তাই এ বার নিজেকে অন্য রকম ভাবে প্রস্তুত করছি।’’
শাহিন বিশ্বাস করেন, তিনি সম্পূর্ণ সুস্থ থাকলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারতে হত না পাকিস্তানকে। বাবর আজম ট্রফি নিয়েই দেশে ফিরতে পারতেন। পাকিস্তান সুপার লিগের সময় থেকে চেনা ছন্দে বোলিং করছেন শাহিন। পিএসএলে নিয়েছেন ১৯টি উইকেট। পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ৬টি এবং এক দিনের সিরিজ়ে ৮টি উইকেট নেন।