বাবর আজ়ম। —ফাইল চিত্র
চলতি বিশ্বকাপে টানা চারটি ম্যাচ হেরেছে পাকিস্তান। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে বাবর আজ়মদের। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। টানা চার হারের ফলে বিশ্বকাপে লজ্জার নজির গড়েছেন বাবরেরা।
এই প্রথম বার বিশ্বকাপে টানা চারটি ম্যাচ হারল পাকিস্তান। বিশ্বকাপে এর আগে কখনও টানা চারটি ম্যাচ তারা হারেনি। এ ভাবে ধারাবাহিক ব্যর্থতার ফলে হতাশ পাকিস্তান। তাদের সেমিফাইনালে যাওয়ার আশা অবশ্য এখনও আছে। তার জন্য প্রথমে নিজেদের বাকি তিন ম্যাচ জিততে হবে বাবরদের। তার পর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলের দিকে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান হারলেও মাঠে বিতর্ক হয়েছে। প্রথমে ব্যাট করে বাবরেরা ২৭০ রান করেন। সেই রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে মাত্র ১ উইকেটে। কঠিন লড়াইয়ে এক সময় পাকিস্তান জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ৪৬তম ওভারে হ্যারিস রউফের বল তাবরেজ শামসির পায়ে লাগে। মাঠের আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। রিভিউ নিলে দেখা যায় বল উইকেটে লাগলেও অনেকটা অংশ উইকেটের বাইরে ছিল। তাই মাঠের আম্পায়ারের দেওয়া নট আউটের সিদ্ধান্তই বহাল রাখতে হয় তৃতীয় আম্পায়ারকে। হতাশ হয়ে পড়েন পাকিস্তানের সমর্থকেরা।
পাক অধিনায়ক বাবর যদিও এই আউট নিয়ে কোনও বিতর্কে যেতে রাজি নন। তিনি বলেন, “এটা তো খেলার অঙ্গ। আম্পায়ার যদি আউট দিতেন তাহলে আমাদের পক্ষে যেত। আমাদের তো এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে।”
বাবর মনে করছেন আর ১০-১৫ রান বেশি করলেই ম্যাচ পাকিস্তানের পক্ষে যেত। তিনি বলেন, “এই ম্যাচ জিততে না পেরে আমি হতাশ। ২৭০ রান করেও আমরা লড়াইয়ে ছিলাম। ১০-১৫ রান বেশি দরকার ছিল। খুব ভাল বল করেছি আমরা। স্পিনার এবং পেসারেরা খুব ভাল খেলেছে। ভাল লড়াই করেছি বলেই শেষ পর্যন্ত যেতে পেরেছি। ম্যাচটা জিতলে প্রতিযোগিতায় একটু ভাল জায়গায় থাকতে পারতাম। আগামী তিন ম্যাচে চেষ্টা করব। পাকিস্তানের জন্য নিজেদের সেরাটাই দেব।”