বাবর আজ়ম। —ফাইল চিত্র।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বেশ চাপে পাকিস্তান। একের পর উইকেট হারাচ্ছে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হচ্ছে শান মাসুদের দলকে। এমন অবস্থায় পাক অধিনায়ক সাজঘরে রেগে গেলেন। তাঁর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে চলে আসে। দোষ কি ক্যাচ ফস্কানো বাবর আজ়মের?
বাংলাদেশের ইনিংসের সময়ে মুশফিকুর রহিমের ক্যাচ ফেলেন বাবর। সহজ ক্যাচ ফেলা নিয়ে মশকরা শুরু হয় তাঁকে নিয়ে। শনিবার সেই ঘটনার কিছু পরে সাজঘরে মাসুদকে বেশ রাগত ভাবে কথা বলতে দেখা যায় টেস্ট দলের কোচ জেসন গিলেসপির সঙ্গে। অনেকের মতে, বাবরের ক্যাচ ফেলা নিয়ে বিরক্ত মাসুদ। সেটাই প্রকাশ্যে চলে আসে কোচের সামনে। যদিও মাসুদ কেন রেগে গিয়েছিলেন তা সঠিক ভাবে জানা যায়নি। তবে স্লিপে বাবরের ক্যাচ ফস্কানো বড় ধাক্কা দেয় পাকিস্তানকে। কারণ মুশফিকুর ১৯১ রান করেন চাপ বাড়িয়ে দেন।
ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে ডিক্লেয়ার করে দেয় ৪৪৮ রানে। বাংলাদেশ মুশফিকুরের ১৯১ রানে ভর করে ৫৬৫ রান তোলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র এক রানে লিড নিয়েছেন মাসুদেরা। লড়ছেন মহম্মদ রিজ়ওয়ান। তিনি ২৮ রানে অপরাজিত। দলের হার বাঁচানোর জন্য লড়াই করছেন তিনি। টেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।