Babar Azam

Babar Azam: টি২০ ক্রিকেটে বিরাট কোহলীর রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম

সকলকে টপকে শীর্ষে পাকিস্তানের বাবর। দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১২:৩৯
কোহলীকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন বাবর।

কোহলীকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন বাবর। —ফাইল চিত্র

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম। অধিনায়ক হিসেবে টি২০ ক্রিকেটে হাজার রান করলেন তিনি। টপকে গেলেন বিরাট কোহলীকে

টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করতে ৩০টি ইনিংস লেগেছিল কোহলীর। শুক্রবার ২৬তম ইনিংসেই হাজার রানের মাইলফলক টপকে গেলেন বাবর। সেই সঙ্গেও এ বারের বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচ জিতে নিল পাকিস্তান। সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা বাবর আজমদের।

অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন ফ্যাফ দু’প্লেসি, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসনরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দু’প্লেসি ৩১টি ইনিংস খেলে হাজার রান করেন। ফিঞ্চের লেগেছিল ৩২টি ইনিংস। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬টি ইনিংস খেলে হাজার রান করেন।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সকলকে টপকে শীর্ষে পাকিস্তানের বাবর। দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার ৪৫ বলে ৫১ রান করেন বাবর। হাতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জেতে পাকিস্তান। তবে দলের জয়ে বড় অবদান আসিফ আলির। ৭ বলে ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement