হ্যারিস রউফের উচ্ছ্বাস। ছবি: এক্স (টুইটার)।
এক দিনের সিরিজ়ে সমতা ফেরাল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেট হারাল মহম্মদ রিজ়ওয়ানের দল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ১৬৩ রান। জবাবে ২৬.৩ ওভারে ১ উইকেটে ১৬৯ পাকিস্তানের। পাকিস্তানের বোলিং আক্রমণকে বহু দিন পর চেনা মেজাজে দেখা গেল এই ম্যাচে। তার সুবাদে ২৮ বছর পর অ্যাডিলেডে জয় পেল পাকিস্তান। এই ম্যাচে ছ’টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক তথা অধিনায়ক রিজ়ওয়ান।
টস জিতে প্যাট কামিন্সদের ব্যাট করতে পাঠান রিজ়ওয়ান। অ্যাডিলেডের ২২ গজে পাকিস্তানের জোরে বোলারদের এ দিন সামলাতে পারেননি অস্ট্রেলীয় ব্যাটারেরা। বিশেষ করে হ্যারিস রউফ বেশ সমস্যায় ফেলেন প্রতিপক্ষের ব্যাটারদের। নতুন বলে ৩ উইকেট নেন। পরে ফিরে এসে পুরনো বলে আরও ২ উইকেট নেন তিনি। ২৯ রান খরচ করে ৫ উইকেট তাঁর। সাফল্য পেলেন শাহিন আফ্রিদিও। তাঁর ২৬ রানে ৩ উইকেট। অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে আউট করে প্রথম ধাক্কাটা দেন তিনিই।
পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারই এ দিন স্বচ্ছন্দে ছিলেন না। তিন নম্বরে নামা স্টিভ স্মিথ ছাড়া কেউই বলার মতো প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। স্মিথ করলেন ৪৮ বলে ৩৫ রান। চাপের মুখে ৫টি চার এবং ১টি ছয় মারেন তিনি। এ ছাড়া ম্যাথু শর্ট (১৯), জ্যাক ফেজার ম্যাকগার্ক (১৩), জশ ইংলিস (১৮), মার্নাস লাবুশেন (৬), অ্যারন হার্ডি (১৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৬), কামিন্স (১৩), মিচেল স্টার্ক (১), অ্যাডাম জ়াম্পা (১৮) কেউই দলকে ভরসা দিতে পারেননি। ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলস্বরূপ ৩৫ ওভারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। পাকিস্তানের অন্য বোলারদের মধ্যে মহম্মদ হাসনাইন ২৭ রানে ১ উইকেট নিয়েছেন। তবে হতাশ করলেন নাসিম শাহ। অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের দিনেও ১০ ওভারে খরচ করলেন ৬৫ রান। পেলেন শুধু স্টার্কের উইকেট।
জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন কোনও সমস্যাতেই পড়তে হয়নি পাকিস্তানকে। দুই ওপেনার সিয়াম আয়ুব এবং আবদুল্লা শফিকের ১৩৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। ৭১ বলে ৮২ রানের ইনিংস খেলে আউট হন আয়ুব। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ৬টি ছক্কা। শফিক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি অপরাজিত থাকেন ৬৯ বলে ৬৪ রান করে। ৪টি চার এবং ৩টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। তিন নম্বরে নেমে বাবর আজ়ম ২০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। জ়াম্পা ৪৪ রানে ১ উইকেট নিয়েছেন।
প্রথম এক দিনের ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। শুক্রবারের ম্যাচের পর ফল দাঁড়াল ১-১। আগামী ১০ নভেম্বর পার্থে তৃতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সেই ম্যাচে জয়ী দল সিরিজ় জিতবে। এক দিনের সিরিজ়ের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।