Avesh Khan

India vs West Indies: প্রথম দু’ম্যাচে ব্যর্থতার পর আবেশকে কী বলেছিলেন দ্রাবিড়, রোহিতরা

প্রথম দু’ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর শুরু হয়েছিল সমালোচনা। যদিও আবেশের পাশেই ছিলেন দ্রাবিড়, রোহিত। কী বলেছিলেন তাঁরা? জানিয়েছেন আবেশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৮:৪০
কোচ, অধিনায়কের আস্থার মর্যাদা দিতে পেরে খুশি আবেশ।

কোচ, অধিনায়কের আস্থার মর্যাদা দিতে পেরে খুশি আবেশ। ফাইল ছবি।

আইপিএলে নজর কাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন কিছু করতে পারছিলেন না আবেশ খান। শুরু হয়েছিল সমালোচনা। সেই আবেশই বল হাতে জ্বলে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে। খেলার শেষে অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রশংসা করেছেন। কিন্তু তাঁকে কী বললেন কোচ, অধিনায়ক? নিজেই তা জানিয়েছেন আবেশ।

তাঁর উপর আস্থা রাখার জন্য তরুণ জোরে বোলার ধন্যবাদ জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতকে। তাঁদের আস্থার মর্যাদা দিতে পেরে খুশি। তিনি বলেছেন, ‘‘কোচ এবং অধিনায়ককে সব সময় পাশে পেয়েছি। ওঁরা আমাকে সাহস দিয়েছেন। আগে দুটো ম্যাচে খারাপ বোলিং করার পরেও রোহিত ভাই এবং রাহুল স্যর আমাকে সমর্থন করেছেন। ওঁরা বলেছেন, ‘এক দুটো ম্যাচ খারাপ হতেই পারে। তা নিয়ে চিন্তা করার কিছু নেই। টি-টোয়েন্টি ক্রিকেট বোলারদের জন্য কঠিন। দু’টো ম্যাচে খারাপ বল করলে কেউ খারাপ বোলার হয়ে যায় না।’ ওঁরাই আমাকে হতাশ হতে দেননি। আবার সুযোগ দেওয়ার কথা বলেন। ওঁরা সাহস দিয়েছেন বলেই দলের জয়ে অবদান রাখতে পারলাম।’’

Advertisement

শনিবারের ম্যাচে আবেশের মাত্র দু’টি বলে বাউন্ডারি মারতে পেরেছেন ক্যারিবিান ব্যাটাররা। কী ভাবে এই পরিবর্তন? আবেশ বলেছেন, ‘‘আমি শুধু নিজের শক্তির জায়গাগুলো নিয়ে ভেবেছি। সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। হাওয়ার গতি কাজে লাগানোর চেষ্টা করেছি। উইকেট বেশ মন্থর ছিল। আমিও বলের গতি মাঝে মাঝে কমিয়ে দিয়েছি। কয়েকটা বাউন্সার দিয়েছি। তাতেই সাফল্য এসেছে।’’

উল্লেখ্য, জীবনের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৬ ওভার বল করে ৫৪ রান দিয়েছিলেন। উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও উইকেট পাননি। দেন ৪৭ রান। সেই ম্যাচের শেষ ওভারে তাঁকে পিটিয়েই জয় ছিনিয়ে নিয়েছিলেন ক্যারিবিয়ানরা। অথচ সেই আবেশই শনিবার দুরন্ত বোলিং করেছেন। ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন