BGT 2024-25

‘মনে করো দেশের জন্য গুলি খেয়েছ’, গম্ভীর-মন্ত্রে সাফল্য পাওয়ার রহস্য জানালেন নীতীশ

পার্‌থ টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যে আশার আলো তিনিই। অভিষেক টেস্টে দলের সর্বোচ্চ রান এসেছে তাঁরই ব্যাট থেকে। সেই নীতীশ রেড্ডি ম্যাচের পর সাফল্যের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের পরামর্শের কথা বললেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২২:২৪
cricket

জাতীয় দলের টুপি পাওয়ার পর নীতীশ রেড্ডি। ছবি: সমাজমাধ্যম।

পার্‌থ টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যে আশার আলো তিনিই। অভিষেক টেস্টে দলের সর্বোচ্চ রান এসেছে তাঁরই ব্যাট থেকে। শুধু তাই নয়, পার‌্‌থের কঠিন পিচেও অবলীলায় বিভিন্ন অসি বোলারের বিরুদ্ধে শট খেলেছেন। সেই নীতীশ রেড্ডি ম্যাচের পর সাফল্যের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের পরামর্শের কথা বললেন।

Advertisement

শুক্রবার টেস্টের প্রথম দিন ৫৯ বলে ৪১ রান করা নীতীশ ম্যাচের পর বললেন, “পার্‌থের উইকেটের কথা অনেক শুনেছি। তাই একটু চিন্তা ছিলই। মাথায় ঘুরছিল যে সবাই পার্‌থের পিচের বাউন্সের কথা বলছে। তার পরে গৌতম স্যরের সঙ্গে আগের দিন অনুশীলনের পর আমার আলোচনার কথা মনে পড়ল।”

কী ছিল সেই আলোচনা? নীতীশ বলেছেন, “উনি বলছিলেন, ‘যদি কেউ বাউন্সার দেয় তা হলে সেই বল কাঁধ দিয়ে আটকাও। মনে করো দেশের জন্য একটা গুলি হজম করছ’। ওই কথাটাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। উনি বিশ্বাস করেছেন যে দেশের জন্য আমি গুলি খেতে পারি। গৌতম স্যরের থেকে শোনা এই কথাটাই সবচেয়ে ভাল লেগেছে।”

এক দিন আগেই নিজের অভিষেকের কথা জানতে পেরেছিলেন নীতীশ। নিজেকে শান্ত রেখেছিলেন ম্যাচের আগে। বৃহস্পতিবার বিকেলে সাইকেল চালিয়েছেন। তার পর ঠান্ডা মাথায় নৈশভোজ করেছেন। নীতীশের কথায়, “আমার এবং হর্ষিতের অভিষেকের কথা এক দিন আগে জানানো হয়েছিল। আমরা উত্তেজিত হয়ে পড়েছিলাম। তবু রাতের খাবার খাওয়ার সময় চুপচাপ ছিলাম। খুব বেশি চাপ নিতে চাইনি। কাল বিকেলে একসঙ্গে সাইকেল চালিয়েছি। বেশ ভাল লেগেছে।”

বিরাট কোহলির হাত থেকে টুপি পেয়েও খুশি নীতীশ। বলেছেন, “অসাধারণ অনুভূতি। ভারতের হয়ে খেলার স্বপ্ন বরাবর দেখেছি। ওই মুহূর্তটা ভুলতে পারব না। ক্রিকেট খেলা শুরু করার সময় থেকেই বিরাট ভাই আমার আদর্শ। ওর থেকে টুপি পেলে খুশি তো হবই।”

আরও পড়ুন
Advertisement