ICC ODI World Cup 2023

সহবাগ-কোহলির ১২ বছর আগের কীর্তি ফিরল, প্রথম দিনেই কি বিশ্বকাপ নিউ জ়‌িল্যান্ডের ঘরে?

ভারতে শেষ বার বিশ্বকাপ হওয়ার সময় প্রথম ম্যাচে জোড়া শতরান পাওয়া গিয়েছিল বীরেন্দ্র সহবাগ এবং বিরাট কোহলির ব্যাটে। ট্রফি জিতেছিল ভারত। সেই জিনিস দেখা গেল বৃহস্পতিবারও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ২৩:০৭
cricket

ডেভন কনওয়ে (বাঁ দিকে) এবং রাচিন রবীন্দ্র। ছবি: পিটিআই।

১২ বছর আগে ভারতে শেষ বার বসেছিল বিশ্বকাপের আসর। সে বার প্রথম ম্যাচে জোড়া শতরান পাওয়া গিয়েছিল বীরেন্দ্র সহবাগ এবং বিরাট কোহলির ব্যাটে। প্রতিযোগিতার শেষে ট্রফি আসে ভারতের ঘরেই। এ বারের বিশ্বকাপেও প্রথম ম্যাচে জোড়া শতরান করলেন নিউ জ়‌িল্যান্ডের দুই ব্যাটার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। প্রথম দিনই কি তা হলে ট্রফির উপর একটি হাত রেখে দিল নিউ জ়িল্যান্ড?

Advertisement

২০১১ বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছিল বাংলাদেশের মীরপুরে। সেই ম্যাচে সহবাগ ওপেন করতে নেমে ১৭৫ রান করেছিলেন। কোহলি চারে নেমে অপরাজিত ছিলেন ১০০ রানে। প্রথম ম্যাচে ৩৭০ রান তোলে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে ভারত জেতে ৮৭ রানে। বিশ্বকাপে সেই প্রথম উদ্বোধনী ম্যাচে একই দলের দুই ব্যাটার শতরান করেন।

সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল বৃহস্পতিবার। কনওয়ে এবং রবীন্দ্র যে এ ভাবে ইংল্যান্ডের বোলিং নিয়ে ছেলেখেলা করবেন সেটা কেউই ভাবতে পারেননি। টিম সাউদি এবং কেন উইলিয়ামসনের মতো দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই ইংল্যান্ডকে উড়িয়ে দিল কিউয়িরা।

এ দিনের ম্যাচে ১২১ ম্যাচে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। রবীন্দ্র ৯৬ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার দ্বিতীয় উইকেটে ২৭৩ রানের জুটি গড়েছেন।

আরও পড়ুন
Advertisement