কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র।
প্রথম দিনের শেষে ৩০২ রানে থেমেছিল শ্রীলঙ্কা। মনে করা হয়েছিল দ্বিতীয় দিনে আরও কিছুটা রান বাড়িয়ে নিতে পারবে তারা। কিন্তু ৩০৫ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দিনের শেষে নিউ জ়িল্যান্ড করেছে ২৫৫ রান। হাতে এখনও ৬ উইকেট।
নিউ জ়িল্যান্ডের হয়ে টম লাথাম করেন ৭০ রান। ৫৫ রান করেন কেন উইলিয়ামসন। অপরাজিত রয়েছেন ড্যারিল মিচেল (৪১) এবং টম ব্লান্ডেল (১৪)। তাঁরা মিলে ২৫৫ রান তুলে দিয়েছেন। সারা দিনে খুব বেশি রান তুলতে না পারলেও হাতে উইকেট রয়েছে কিউইদের। ফলে তৃতীয় দিনে বড় লিড নেওয়ার চেষ্টা করবেন মিচেলেরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। গলের ২২ গজে শুরুটা অবশ্য ভাল করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরা। ২২ রানের মধ্যে ২ উইকেট হারায় আয়োজকেরা। ব্যর্থ ওপেনার দিমুথ করুণারত্নে (২)। অন্য ওপেনার পাথুম নিশঙ্কা খেললেন ২৫ বলে ২৭ রানের ইনিংস। দলের ইনিংসকে তেমন ভরসা দিতে পারলেন না তিন নম্বরে নামা দীনেশ চান্ডিমলও (৩০)। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ শুরুটা খারাপ করেননি। তবে ব্যক্তিগত ১২ রানের মাথায় আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাতে আরও চাপে পড়ে যায় শ্রীলঙ্কা শিবির। অধিনায়ক ডি সিলভাও (১১) চাপের মুখে রান পেলেন না। পরিস্থিতি সামলাতে আবার ব্যাট হাতে নামেন ম্যাথিউজ। ৩৬ রান করে রুরকের বলে আউট হন।
১০৬ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন কামিন্দু। ২২ গজে সঙ্গী হিসাবে পান কুশল মেন্ডিসকে। ১৭৩ বলে ১১৪ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ১১টি চার মারেন তিনি। কুশলের ব্যাট থেকে এল ৫০ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১০৩ রান। তাঁদের জুটি ভাল জায়গায় পৌঁছে দেয় শ্রীলঙ্কাকে। কিন্তু শেষ পর্যন্ত ৩০৫ রানের বেশি করতে পারল না দ্বীপরাষ্ট্র।