ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়া হল না ব্যাটারের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
দীর্ঘ নয় ঘণ্টা ধরে ক্রিজ় কামড়ে পড়েছিলেন তিনি। তবু বিশ্বরেকর্ড হাতছাড়া হল মাত্র সাত মিনিটের জন্য। প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম শতরানের বিশ্বরেকর্ড করা হল না নিউ জ়িল্যান্ডের জিৎ রাভালের। তবে দলের হার বাঁচাতে পেরেছেন তিনি।
নিউ জ়িল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলছেন তিনি। সেন্ট্রাল স্ট্যাগসের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২ রানে আউট হন। দল পিছিয়ে পড়ে ১৮৭ রানে। রবিবার চার রান নিয়ে খেলতে নেমেছিলেন তিনি। শতরান করেন মঙ্গলবার দুপুরে গিয়ে। তাঁর দল মাঠে কাটিয়েছে ৭০৭ মিনিট। তার মধ্যে রাভালই ছিলেন ৫৮৯ মিনিট। দ্বিতীয় ইনিংসে ১৭৩ ওভারে ৩৬২/৭ তোলেন নর্দার্ন ডিস্ট্রিক্টস।
৩৬ বছরের রাভাল অর্ধশতরান করেন ২১৫ বলে। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর শতরান করেন। তত ক্ষণে ক্রিজ়ে ৫৫১ মিনিট কাটানো হয়ে গিয়েছে। খেলে ফেলেছেন ৩৬৬টি বল। তবে সবচেয়ে সময় ক্রিজ়ে থেকে মন্থরতম শতরান করেছিলেন পাকিস্তানের মুদস্সর নজর। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫৭ মিনিটে শতরান করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভারতের সদাগোপান রমেশের ৫৫৬ মিনিটে শতরানের নজির রয়েছে।
২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে নিউ জ়িল্যান্ডের ২৪টি টেস্ট খেলেছেন রাভাল। ১০০০-এর উপর রান রয়েছে। একটি শতরানও করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে ২২টি শতরান করেছেন।