Litton Das

কেকেআরের প্রাক্তনীতেই আস্থা, টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে এক দিনের সিরিজ়‌ে হেরে গিয়েছে বাংলাদেশ। এ বার টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে নামবে তারা। সেই সিরিজ়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৪:২০
cricket

লিটন দাস। — ফাইল চিত্র।

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে এক দিনের সিরিজ়‌ে হেরে গিয়েছে বাংলাদেশ। কিছু দিন পরেই টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে নামবে তারা। সেই সিরিজ়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। কেকেআরের প্রাক্তনীকেই বেছে নেওয়া হয়েছে। এই প্রথম বার গোটা একটি সিরিজ়ে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। ২০২১ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়‌ের একটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

Advertisement

নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে যে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, তা এখনও সারেনি। এক দিনের সিরি‌জ়‌ে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে সেই দায়িত্ব লিটনের কাঁধে। তবে টি-টোয়েন্টিতে খারাপ ফর্মের কারণে নাজমুলের অধিনায়কত্বে ফেরা নিয়ে সংশয় রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে শাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও চর্চা অব্যাহত। কবে তিনি ফিরবেন তা এখনও বোঝা যাচ্ছে না। মাহমুদুল্লা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়‌ে পাওয়া যাবে না তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, রাকিবুল হাসানকেও।

ফলে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়‌ে অনেক নতুন মুখ দলে এসেছেন। এক বছর পর জাতীয় দলে ফিরেছেন শামিম হোসেন। সম্প্রতি টি-টোয়েন্টিতে তিনি ভাল ফর্মে ছিলেন। ২১ বছরের বোলার রিপন মণ্ডল এশিয়ান গেমসে ভাল খেলেছিলেন। তাঁকে দলে নেওয়া হয়েছে। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ, জোরে বোলার হাসান মাহমুদ, অলরাউন্ডার সৌম্য সরকার এবং আফিফ হোসেনেরও প্রত্যাবর্তন হয়েছে।

Advertisement
আরও পড়ুন