Bangladesh Cricket

নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ল বাংলাদেশ, নিউ জ়িল্যান্ডের কাছে হেরে সিরিজ় ড্র

স্পিনের ঘূর্ণি কাজে লাগিয়ে নিউ জ়িল্যান্ডকে হারানোর পরিকল্পনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই পরিকল্পনা ব্যুমেরাং হল। নিউ জ়িল্যান্ডের স্পিনারদের দাপটে ধরাশায়ী হল বাংলাদেশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৪
cricket

বাংলাদেশের ঘূর্ণি উইকেটেও মারমুখী মেজাজে গ্লেন ফিলিপ্স। তাঁর ব্যাটেই জিতল নিউ জ়িল্যান্ড। ছবি: পিটিআই

ঢাকার মাঠে প্রথম তিন দিনের খেলা দেখে বোঝাই গিয়েছিল, চতুর্থ দিনও স্পিনারেরা দাপট দেখাবেন। সেটাই হল। কিন্তু বাংলাদেশের স্পিনারদের থেকে নিউ জ়িল্যান্ডের স্পিনারেরা উইকেট বেশি ভাল কাজে লাগালেন। নিউ জ়িল্যান্ডের স্পিনারদের দাপটে ধরাশায়ী হল বাংলাদেশের ব্যাটিং। পরে সেই রান তাড়া করে জিতে গেলেন কেন উইলিয়ামসনেরা। ১-১ ফলে ড্র হল সিরিজ়।

Advertisement

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৮ ওভারে ৩৮। ওপেনার জাকির হাসান ভাল খেলছিলেন। তিনি ৫৯ রান করেন। কিন্তু জাকির বাদে দলের বাকি আর কোনও ব্যাটার রান পাননি। মাত্র ৩৫ ওভারে ১৪৪ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বল হাতে দাপট দেখালেন অজাজ পটেল। একাই ৬টি উইকেট নিলেন তিনি। মিচেল স্যান্টনার নিলেন ৩টি উইকেট। বাকি ১টি উইকেট গেল অধিনায়ক টিম সাউদির দখলে।

নিউ জ়িল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৩৭ রান। তবে সেই রান তাড়া করতে গিয়েও সমস্যায় পড়ে তারা। কারণ, টপ ও মিডল অর্ডার বেশি রান করতে পারেনি। একমাত্র টম লাথাম ২৬ রান করেন। একটা সময় ৬৯ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল নিউ জ়িল্যান্ডের। মনে হচ্ছিল টেস্ট সিরিজ় চুনকাম করবে বাংলাদেশ।

কিন্তু সপ্তম উইকেটে জুটি বাঁধলেন গ্লেন ফিলিপ্স ও মিচেল স্যান্টনার। ফিলিপ্স প্রথম ইনিংসেও সর্বাধিক রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও শেষ পর্যন্ত টিকে থাকলেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন স্যান্টনার। দু’জনের মধ্যে ৭০ রানে জুটি হল। তাঁরাই দলকে জয়ে নিয়ে গেলেন। ফিলিপ্স ৪০ ও স্যান্টনার ৩৫ রান করে অপরাজিত থাকলেন।

Advertisement
আরও পড়ুন