টি-টোয়েন্টি বিশ্বকাপের হেরেই চলেছেন শাকিবরা। —ফাইল চিত্র
ত্রিদেশীয় সিরিজ়ে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। টানা তিনটি ম্যাচে হেরে গেল তারা। ফলে তাদের ফাইনালে ওঠার আশা শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা চিন্তায় রাখছে বাংলাদেশ দলকে। পাকিস্তানের কাছে এক বার এবং নিউজ়িল্যান্ডের কাছে দু’বার হেরে গেল তারা।
বুধবার টস জিতে নিউজ়িল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই শাকিবদের বোলিং আক্রমণকে ধ্বংস করতে থাকেন ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। ১৯ বলে ৩২ রান করেন অ্যালেন। কনওয়ে করেন ৬৪ রান। তিন নম্বরে নেমে মার্টিন গাপ্টিল ৩৪ রান করেন। শেষের দিকে ঝড় তোলেন গ্লেন ফিলিপ্স। ২৪ বলে ৬০ রান করেন তিনি। মারেন ৫টি ছক্কা এবং দু’টি চার। শাকিব ৪ ওভার বল করে দেন ৪০ রান। কোনও উইকেট পাননি তিনি। দু’টি করে উইকেট নেন মহম্মদ সইফউদ্দিন এবং ইবাদত হোসেন।
New Zealand continue to build momentum towards the #T20WorldCup #NZvBAN | Scorecard: https://t.co/aqJCmjJ2gL pic.twitter.com/hqxl9AEQZF
— ICC (@ICC) October 12, 2022
২০৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। মাত্র ১১ রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। ২৩ রান করেন লিটন দাস। সৌম্য সরকারও করেন ২৩ রান। ব্যাট হাতে দলকে টানছিলেন শাকিব। ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু তাঁর সঙ্গে কেউ জুটি গড়তে পারলেন না। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল তাদের।